একটু জেনে নিন আদা চা কেন খাবেন

আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা  মনে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয় –

নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম।   আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর  সুস্থ আছেন। বন্ধুরা আমরা অদা চা অনেকেই খাই বা অনেকেই পছন্দ করি, কিন্তু আমরা কি জানি যে আদা চা আমাদের কতটা উপকারী আজ আমি তোমাদের বলবো যে ছায়া যদি খেতে হয় তাহলে একটু আদা দিয়ে মানে ওই আদা চা খাও নয়তো খেয়ো না। আজ তোমাদের বলবো যে আদা চায়ের কি কি উপকার।

শীতের সকালে ঘুম থেকে উঠে শরীরকে সতেজ করতে এককাপ আদা চায়ের জুড়ি নেই। ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে। হুটহাট করে ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে খেতে পারেন আদা চা।

শেষ কথা 

আমরা সবাই চা নানান ভাবে খাই তাতে কোনো সমস্যা নেই। আপনি যে কোনো উপায়ে চা বানিয়ে খেতেই পারেন। তবে আদা চা অর্থাৎ ছায়া একটু আদা দিয়ে যদি বানিয়ে পান করেন তাহলে আপনি নিজেই এর তফাৎ বুঝে যাবেন। আমার মুখের কথা নয় আপনি নিজেও জানেন যে কতটা ভালও লাগে আর কতটা ফ্রেশ লাগে। ভালো থাকবেন।