Late Night Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 লেট নাইট রেস্তোরাঁ

5. Hondos’ (হন্দস, প্রিন্স আনোয়ার শাহ রোড)

কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা আনোয়ার শাহ রোডের ওপর অবস্থিত এই রেস্তোরাঁ কলকাতায় কম দামে দারুণ সমস্ত পর্ক ও আমেরিকান সমস্ত খাওয়ারের পসরা নিয়ে হয়ে উঠেছে অন্যতম প্রিয় পছন্দ। লেট নাইট ওয়ার্কার্স তো বটেই তা ছাড়াও এখানকার কম দাম ও স্বুস্বাদু দেশি বিদেশী খাওয়ারের জন্য এটি ছাত্র ছাত্রীদেরও বেশ প্রিয় হয়ে উঠছে। দক্ষিণ কলকাতার বেশ ব্যাস্ত রাস্তার ওপর অবস্থিত এই রেস্তোরাঁ ছোট হলেও বেশ সুন্দর ও পরিপাটি আর এখানকার পরিবেশ ও খুব সুন্দর। সব মিলিয়ে মাঝ রাতের খিদের জন্য আদর্শ ঠিকানা হন্দস।

  • কি খাবনে- বিফ স্টেক, পর্ক রিবস, জ্যাকেট পটেটো, মহিটো, ব্রাউনি।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৭০০ টাকা।
  • বিশেষত্ব- হোম ডেলিভারি। অয়াই ফাই। স্মোকিং এরিয়া।
  • সময়- ২৪ ঘণ্টা।

6. Sultan (সুলতান, দেশপ্রিয় পার্ক)  

কলকাতার অন্যতম জনপ্রিয় এলাকা দেশপ্রিয় পার্কের কাছে অবস্থিত মুঘলাই রেস্তোরাঁ সুলতান। নামের স্বার্থকতা বজায় রেখে এখানকার খাওয়ারের মানও  অসাধারণ। তাছাড়া এখানকার অন্দর সজ্জা ও সার্ভিস আপনাকে সত্যি দেবে সুলতানী অনুভূতি। এখানকার মুঘলাই খানা আপনার রাতের খিদে মেটাবে তো অবশ্যই তার সঙ্গে আপনার জিভে হবে স্বাদের বিস্ফোরণ। দক্ষিণ কলকাতায় থাকলে রাতের শহরে চেখে দেখবেন মোঘলাই খানা, যা আপনাকে দেবে এক অভাবনীয় অনুভূতি।

  • কি খাবনে- মুরগ লাবাবদার, কুলচা, রারা গোস্ত, শাহি টুকরা, জাফরানি পোলাও।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৫৫০ টাকা।
  • বিশেষত্ব- হোম ডেলিভারি, ফ্রি পার্কিং।
  • সময়- রাত ১২টা থেকে দুপুর ২ঃ৩০ টে আবার বিকেল ৩টে থেকে রাত ১২টা।