Late Night Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 লেট নাইট রেস্তোরাঁ

9. Brick Wood (ব্রিক উড, ক্যামাক ষ্ট্রীট)

কলকাতার বুকে একমাত্র রেস্তোরাঁ যেখানে কাঠের আগুনে তৈরি ও হাতে গড়া পিৎজা পাওয়া যায়। এমন রেস্তোরাঁয় ভিড় যে হবে তা বলাই বাহুল্য। কলকাতার পিৎজা প্রেমিদের এটি প্রিয় গন্তব্য। এছাড়াও এখানে আরও নানান খাওয়ার পাওয়া যায়। এখানকার দারুণ সুন্দর ও খাঁটি ইটালিয়ান খাওারের জন্য এটি কলকাতার লেট নাইটারদের কাছে একটি অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ।

  • কি খাবনে- কুকি সানডে, লেমন গ্রাস কুলার, জিঞ্জার বিয়ার, চিজি গারলিক ব্রেড।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১২০০ টাকা।
  • বিশেষত্ব- হোম ডেলিভারি, আউট ডোর সিটিং, স্মোকিং এরিয়া।
  • সময়- সকাল ১১ঃ৩০ টা থেকে রাত ২ঃ৩০।

10. Alfresco (আলফ্রেস্কো, ললিত গ্রেট ইস্টার্ন)

A post shared by S H R I Y A (@shriya1308) on

কলকাতার অন্যতম পুরনো হোটেল ললিত গ্রেট ইস্টার্নের মধ্যে অবস্থিত এই রেস্তোরাঁ কলকাতার লেট নাইটার্স দের মধ্যে বেশ বিখ্যাত। এখানকার অসাধারণ সুন্দর ডেকর ও তার সাথে মিলিয়ে খাওয়ার এখানকার জনপ্রিয়তার কারন।

  • কি খাবেন- সি ফুড, চিকেন স্যুপ, চকলেট কেক, হালিম।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৩৫০০ টাকা।
  • বিশেষত্ব- ৪/৫ স্টার, বার, বুফে।
  • সময়- ২৪ ঘণ্টা।

কলকাতার নিশিজিবন থিক যতটা বিনোদনমুল্ক থিক ততটাই স্বুস্বাদু, কারন বাঙালি বা কলকাতার দুটিই কসমোপলিটান হলেও এদের মদের রাস্তাটি এখনো পেট দিয়েই সুগম।