Late Night Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 লেট নাইট রেস্তোরাঁ

7. Zucca Lounge (জুকা লাউঞ্জ, সাদারন এভিনিউ)

বিবেকাননদ পার্কের কাছে অবস্থিত এই লাউঞ্জের অসাধারণ সুন্দর রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট একে আলাদা মাত্রা দেয়। তা ছাড়া নিচের তলায় বসার জায়গা আছে। এখানে বেসির ভাগ অল্প বয়সীদের ভিড় থাকে, কারন এখানকার পরিবেশ বন্ধুদের সাথে সময় কাটাবার জন্য বেশ সুন্দর। এবং এখানে খাওয়ারের সাথে সাথে হুক্কারও ব্যাবস্থা আছে। এখানকার সুন্দর ডেকর আর লাইট ও শান্ত পরিবেশ আপনার কাজের ভারে নুয়ে পরা মনকে চাঙ্গা করে তুলবে সহজেই। এখানকার খাওয়ার ও পরিবেশ মিলিয়ে আপনাকে দেবে এক অসাধারণ সময়। রাতের কলকাতায় যাওয়ার জন্য এটি একটি দারুণ পছন্দ।

  • কি খাবেন- প্যাশন ফ্রুট মহিটো, মকটেল, মানচাউ স্যুপ।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১০০০ টাকা।
  • বিশেষত্ব- সিটি ভিউ, ফ্রি পার্কিং, লাইভ স্পোর্টস স্ক্রিনিং।
  • সময়- সকাল ৭ঃ৩০ থেকে দুপুর ১১ঃ৩০, আবার দুপুর ১২ টা থেকে রাত ১টা।

8. Sharma Dhaba (শর্মা ধাবা, বালিগঞ্জ)

কলকাতার বুকে আরও একটি দারুণ পাঞ্জাবি খানার ঠিকানা। এখানে অসাধারণ সুন্দর উত্তর ভারতীয় খাওয়ার পাওয়া যায়। রাতের বেলা প্রচুর পরিশ্রমের পরের খিদের জন্য এতি একটি আদর্শ জায়গা। শর্মা ধাবার ডেকর যেমন সুন্দর তেমনই সুন্দর এখানকার পরিবেশ। পরিবারের সাথে এখানে আসাই যেতে পারে একটি লেট নাইট ডিনারে।

  • কি খাবনে- চিকেন রেশমি বাটার মসালা, লসসি চা, চিকেন ভর্তা।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৫০০ টাকা।
  • বিশেষত্ব- ব্রেক ফাস্ট, হোম ডেলিভারি, ভ্যালে পারকিং।
  • সময়- ২৪ ঘণ্টা।