Late Night Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 লেট নাইট রেস্তোরাঁ

3. Don Giovanni’s Good Fellas (ডন জিওভানিস গুড ফেলাস, পার্ক ষ্ট্রীট)   

কলকাতার সবথেকে পুরনো রেস্তোরাঁ গুলির মধ্যে দাঁড়িয়ে থাকা এই তুলনামূলক ভাবে নতুন রেস্তোরাঁটি কলকাতার লেট নাইটার্স দের মধ্যে খুব কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার অসাধারণ সুন্দর ডেকর আর দারুণ সার্ভিস এখানকার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। এখানকার দাম অন্যান্য রেস্তোরাঁর থেকে একটু বেশি হলেও সার্ভিস অনুযায়ী তা ন্যায্য। ডন জিওভানি পার্ক ষ্ট্রীট এলাকায় হওয়ায় এখানকার সমস্ত পাব বা লাউঞ্জের ভিড়ের অনেকটাই এখানে জড়ো হয়। কলকাতার রাতের ভিড় কে খুশি করতে খুব বিশেষ বেগ পেতে হয়না এই রেস্তোরাঁ কে।

  • কি খাবেন- লসাগ্না, চিকেন চাংক্স,  ব্রাউনি, লাইম সোডা।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৬০০ টাকা।
  • বিশেষত্ব- হোম ডেলিভারি, ওয়াই ফাই।
  • সময়- দুপুর ১২টা থেকে ভোর ৪টে।

4. Jai Hind Dhaba (জয় হিন্দ ধাবা, পদ্মপুকুর)

কলকাতার পদ্মপুকুরের জয় হিন্দ ধাবা রাতের বেলার খিদের জন্য শুধু ভালই নয় আপনার পকেটের পক্ষেও স্বস্তি দায়ক। এখানকার খাওয়ারের গুণগত মান ও পরিমাণ দুটিই এর দামের অনুপাতে ন্যায্য। এখানকার খাঁটি পাঞ্জাবি খানা আপনার মনের খিদে ও পেটের খিদে তো মেটাবেই তার সাথে আপনার জিভকে দেবে এক অবিস্মরণীয় সুখ। তাই আপনি যদি ভালবাসেন উত্তর ভারতীয় খানা তবে জয় হিন্দ ধাবা আপনার জন্য একটি অবশ্য গন্তব্য।

  • কি খাবেন- বাটার চিকেন, আলু দো পিয়াজা, তন্দুরি চিকেন।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৪৫০ টাকা।
  • বিশেষত্ব- হোম ডেলিভারি।
  • সময়- দুপুর ১২টা থেকে রাত ২টো।