Beer Cafe Kolkata – কলকাতার সেরা 10টি বিয়ার ক্যাফে (Beer Cafe)

  1. Wall Street Bar (ওয়াল ষ্ট্রীট বার, ক্যামাক ষ্ট্রীট)

    A post shared by Akashdip Roy (@akashdip_roy) on

কলকাতার বেশ জনপ্রিয় এলাকায় অবস্থিত ওয়াল ষ্ট্রীট বার অন্যতম জনপ্রিয় একটি জায়গা। এখানকার অন্দর সজ্জা ও আলোক সজ্জা তো বটেই তা ছাড়া এখানকার পরিবেশেও আছে একটা আন্তর্জাতিক মান। এখানকার ক্লাসিক সমস্ত মকটেল ও পানীয় বেশ জনপ্রিয়। তার সাথে পাওয়া যায় অসাধারন কিছু খাওয়ার। কলকাতার বার-মুখি জনতার এটি একটি অত্যন্ত প্রিয় ঠিকানা। এছাড়া এখানকার মিউজিক ও সার্ভিস ও খুব ই ভালো।

  • কি খাবেন- ওয়াইন নাইট ককটেল, বম্বে স্যাফায়ার গ্রিন, তিন পান সালসা,  এছাড়াও আছে নানান চিকেন এর ডিশ যা চেখে দেখতে পারেন।
  • বিশেষত্ব- ইটালিয়ান, চাইনিস, কন্টিনেন্টাল।
  • এক্স ফ্যাক্টর- এখানকার অসাধারন পরিবেশ।
  • শাখা- নেই।
  1. Jaisalmer (জয়সলমের, সেক্টর ৫)

কলকাতার বুকে ছোট্টো সোনার কেল্লা। যাবেন নাকি? নানা ভুল বকছিনা। সত্যি বলছি, সেক্টর ৫ এর মধ্যে অবস্থিত জয়সলমের রেস্তোরাঁয়। এখানকার অন্দরসজ্জা রাজস্থানের জয়সলমেরের আঞ্চলিক ধারায় তৈরি। এখাকার অসম্ভব সুন্দর উজ্জল রঙের আসবাব ও অন্দর আপনার মনকে দেবে এক অভুতপুর্ব শান্তি, তার সঙ্গে এক রাজকীয় অনুভূতি। এখানে নানান সুস্বাদু খাওয়ারের সাথে পাওয়া যায় দারুণ পানীয়। বন্ধু বা প্রিয়জনের সাথে একটি সুন্দর সময় কাটানোর আদর্শ জায়গা হল জয়সলমের।

  • কি খাবেন- এখানকার দারুণ পানীয়ের সম্ভার এর সাথে সাথে মাটন রারা পাঞ্জাবি ও স্বরমা ও বেশ জনপ্রিয়।
  • বিশেষত্ব-  নর্থ ইন্ডীয়ান, চাইনিস।
  • এক্স ফ্যাক্টর-  এখানকার অন্দর সজ্জা।
  • শাখা-  নেই।