Beer Cafe Kolkata – কলকাতার সেরা 10টি বিয়ার ক্যাফে (Beer Cafe)

  1. Pour House (পোর হাউস, সেক্টর ৫)

    A post shared by Devanjan Das (@eye8black) on

সেক্টর ৫ এর একেবারে মধ্যস্থলে অবস্থিত এই পাবের নতুন করে পরিচিতির খুব বিশেষ প্রয়োজন নেই। কলকাতার পাব- মুখিদের কাছে পোর হাউস হল একটি অন্যতম জনপ্রিয় ঠিকানা। এখানকার আন্তর্জাতিক মানের সাজ সজ্জা ও অসাধারন পানীয়ের সম্ভার এখানে কলকাতার পার্টি প্রেমিদের বার বার ফিরে আসতে বাধ্য করে। এখানকার দারুণ সুন্দর ড্যান্স ফ্লোর আর অসাধারন মিউজিক এখানে নন ড্যান্সার দেরও নাচতে বাধ্য করবে। এছাড়া এখানে দুপুরে বুফের ব্যাবস্থাও থাকে। সমস্ত দিক দিয়ে পোর হাউস এখন কলকাতার অন্যতম জনপ্রিয় গন্তব্য।  

  • কি খাবেন- ড্যানজন মার্টিনি, ওয়াটার মেলন মারগারিটা, লং আইল্যান্ড আইস টি, মহিটো, কিট ক্যাট শেক।
  • বিশেষত্ব- ইটালিয়ান, মেক্সিকান, চাইনিস, নর্থ ইন্ডীয়ান, কন্টিনেন্টাল।
  • এক্স ফ্যাক্টর- এখানকার সাজ সজ্জা।
  • শাখা- নেই।
  1. Machan (মাচান, মানিস্কয়ার মল)

    A post shared by pasindu Dewz (@dewz_sheroon) on

জঙ্গলে লাঞ্চ করতে চান? অসাধারন একটা শান্ত পরিবেশের মধ্যে? চলে আসুন মানি স্কোয়ার মলের ৪ নম্বর ফ্লোরের রেস্তোরাঁ মাচান এ। এখানকার জঙ্গল থিমের অন্দর সজ্জা আপনাকে বাধ্য করবে বাহ্ বলতে। সুন্দর ভাবে তৈরি এই রেস্তোরাঁয় খাওারের সাথে সাথে পাওয়া যায় দারুণ সমস্ত পানীয়। এছাড়া এখানে লাঞ্চের জন্য বুফের ব্যাবস্থাও আছে। এরা বড় বড় পার্টি ও হোস্ট করে থাকে। আপনি যদি অসাধারন পরিবেশে খেতে চান অসাধারন খাওয়ার খেতে চান তবে চলে যান মাচান এ।

  • কি খাবেন- ভাত্তি চিকেন, মাটন বিরিয়ানি ধানিয়া চিকেন।
  • বিশেষত্ব- নর্থ ইন্দিয়ান।
  • এক্স ফ্যাক্টর- অবশ্যই এর জঙ্গল থিমের অন্দর সজ্জা।
  • শাখা- আভনি রিভার সাইড মল।