Beer Cafe Kolkata – কলকাতার সেরা 10টি বিয়ার ক্যাফে (Beer Cafe)

  1. Club Boudoir (ক্লাব বুড্যর, থিয়েটার রোড)

কলকাতার মধস্থলে অবস্থিত এই ক্লাব এখন কলকাতার নিশি জীবনের অন্যতম গুরুত্বপুর্ন সদস্য। এখানে অসাধারণ লাইভ মিউজিক ও বিরাট ড্যান্স ফ্লোরের সাথে আছে পানীয়ের এক সমৃদ্ধ তালিকা যা থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের দেশি বিদেশী পানীয়। দাম অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হলেও সব মিলিয়ে একেবারেই ন্যায্য। কলকাতায় এক অসাধারন পানীয়ের অভিজ্ঞতার জন্য যেতেই হবে ক্লাব বুড্যর এ।

  • কি খাবনে- মিনি পিৎজা, তার সাথে আছে এখানকার পানীয়ের তালিকা।
  • বিশেষত্ব- ফিঙ্গার ফুড।
  • এক্স ফ্যাক্টর- এখানকার মিউজিক ও পরিবেশ।
  • শাখা- নেই।
  1. Bodega Cantina Y Bar (বদেগা ক্যান্তিনা ওয়াই বার, পার্ক ষ্ট্রীট)

    A post shared by Aditya Sinha (@adisin361) on

কলকাতার একেবারে হৃদয়ে অবস্থিত এই বার তুলনামুলক ভাবে নতুন হলেও বেশ জনপ্রিয়। পার্ক স্ট্রীটে অবস্থিত এই বারের নাম টি যতটা অনন্য এর খাওয়ার ও পানীয় ততটাই অনন্য। এখানকার খাওয়ার ও পানীয়ে অন্যান্য যেকোনো বারের থেকে অনেকটা আলাদা। আর এর অন্দর সজ্জাও বেশ সুন্দর। কলকাতার বুকে আড্ডার জন্য একটি আদর্শ জায়গা।

  • কি খাবেন- পানীয় বাদে এখানকার নানা নতুন টপিং এর পিৎজা অত্যন্ত জনপ্রিয়।
  • বিশেষত্ব- কোরিয়ান, মেডিটেরানিয়ান, তুর্কিশ, মেক্সিকান, ইটালিয়ান, স্যালাড।
  • এক্স ফ্যাক্টর- এখানকার পরিবেশ, ও অন্দর সজ্জা।
  • শাখা- নেই।

কলকাতার বুকে নানান রেস্তোরাঁ ও বার আছে যেখানে আপনি বিয়ারের সাথে আড্ডা জমাতে পারেন খুব অনায়াসেই, তবে তার মধ্যে সেরা গুলি তুলে ধরা হল এখানে। এবার কাজের সেশে ঘুরে আসুন কলকাতার সেরা কিছু বিয়ার ক্যাফে তে। তবে beer in kolkata যদি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না ।