Beer Cafe Kolkata – কলকাতার সেরা 10টি বিয়ার ক্যাফে (Beer Cafe)

  1. Afraa Restaurant & Lounge (আফ্রা রেস্তোরাঁ অ্যান্ড লাউঞ্জ, সেক্টর ১, সল্ট লেক)

সল্টলেকের অন্যতম জনপ্রিয় মল সিটি সেন্টারের ৬ ও ৭ তলা জুড়ে বিস্তৃত এই রেস্তোরাঁ সারা কলকাতায় বিখ্যাত এর অসাধারন সুন্দর ভিউ এর জন্য। চারিদিকে কাঁচ দিয়ে ঢাকা এই রেস্তোরাঁর কয়েকটি টেবিল থেকে সল্ট লেক ও কলকাতার কিছু অংশের  অসাধারন একটি ভিউ পাওয়া যায় যা এখানে আসা সমস্ত মানুষকে মন্ত্র মুগ্ধ করে তোলে। এছাড়াও এখানকার  খাওয়ার ও পানীয়ের সম্ভার দারুণ। আফ্রার সুন্দর আলোক সজ্জার সাথে সাথে প্রত্যেকটি টেবিলে একটি করে মোমবাতি এখানকার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলেতাই যদি পরিবার বা প্রিয়জনের সাথে কাটাতে চান একটা সুন্দর সন্ধ্যা তবে অবশ্যই চলে যান আফ্রা তে।

  • কি খাবেন- ফো স্যুপ, ভার্জিন মহিটো, তিরামিসু, চকোলেট পান।
  • বিশেষত্ব- কন্টিনেন্টাল, ইটালিয়ান, মেডিটেরানিয়ান।
  • এক্স ফ্যাকটর- অসাধারন ভিউ, দারুণ পরিবেশ, ও দারুণ খাওয়ার।
  • শাখা- নেই।
  1. Opium (ওপিয়াম, সেক্টর ৫)

কলকাতার বুকে বন্ধুদের সাথে আড্ডা ও খাওয়া দাওয়ার সেরা ঠিকানা ওপিয়াম। কম খরচে জিভে জল আনা মাটন পাটিয়ালা, ওরিয়েন্টাল অমলেট, মাটন লিভার ফ্রাই না খেলেই নয়। এছাড়া এখানকার দারুণ পরিবেশ ও তার সাথে তাল রেখে মিউজিক এখানে ভিড় বাড়িয়ে তোলে, তবে যত ভিড়ই হোক এখানকার কর্মচারীরা তা সামলায় অভিজ্ঞ হাতে, ও এখানে আসা মানুষের কোন রকম অসুবিধের খেয়াল তারা রাখে। অফিস শেষের আড্ডা, বা সপ্তাহ শেষের সব কিছুর জন্যেই ওপিয়াম অন্যতম সেরা গন্তব্য।

  • কি খাবেন- মাটন পাটিয়ালা, মাটন লিভার ফ্রাই,ওরিয়েন্টাল অমলেট, চিকেন স্যালাড।
  • বিশেষত্ব- ফিঙ্গার ফুড।
  • এক্স ফ্যাক্টর-  এখানকার হিপ পরিবেশ।
  • শাখা- নেই।