কলকাতার সেরা 10 লাক্সারী রেস্তোরাঁ – Luxury Restaurants in Kolkata

5. Peshawri (পেশওয়ারি, আই টি সি সোনার)

A post shared by @a_basu on

কলকাতার আরও এক নামজাদা হোটেল আই টি সি সোনার, দক্ষিণ কলকাতার সায়েন্স সিটি এলাকাতেই অবস্থিত। পেশওয়ারি আই টি সি সোনার হোটেলের এক অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ। এর নাম অনুযায়ী এখানকার বিশেষত্ব হল উত্তর ভারতীয় খাওয়ার। এখানকার অসাধারণ সুন্দর সজ্জা, আর তার সাথে দারুন ভালো সার্ভিস এই দুই কারন তোঁ আছেই; তার সাথে এখানকার সমস্ত খাঁটি পেশওয়ারি পদের সম্ভার হল এখানকার এক অন্যতম বড় আকর্ষণ। পেশওয়ারির বাটার চিকেন, তন্দুরি, ফিশ টিক্কা, গুলাব জামুন এর স্বাদের জুরি যে আর কোথাও নেই তা এক কথায় স্বিকার করেন এখানে আগত মানুষ। কলকাতার বুকে খাঁটি পেশওয়ারি স্বাদ পেতে হলে আদর্শ ঠিকানা হল আই টি সি সোনার এর পেশওয়ারি।

কি খাবেন- ডাল বুখারা, মুরগ খুরচন, কাকরি কাবাব, মারগারিটা, নন ভেজ কাবাব প্ল্যাটার।

খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ২৫০০ টাকা।

6. Sonar Gaon (সোনার গাঁ, তাজ বেঙ্গল)

কলকাতার এক মহিরুহসম হোটেল তাজ বেঙ্গল, যার নামেই মুকুত সে যে এই শহরের মুকুত টা বলাই বাহুল্য। এই তাজ হোটেলেরই উত্তর ভারতীয় রান্নার রেস্তোরাঁ হল সোনার গাঁ। এখানকার বিশেষত্ব হল উত্তর ভারতীয় ও খাঁটি বাঙালী খাওয়ার। এখানকার দারুন সুন্দর বাঙালী স্বাদের ও নানান রুচিসম্মত আসবাব দিয়ে সাজানো রেস্তোরাঁ কলকাতার মানুষের একটি অত্যন্ত প্রিয় গন্তব্য। এখানকার খাওয়ারের স্বাদ অসাধারণ, আর কলকাতার মানুষের চাহিদা অনুযায়ী এক্কেবারে এক। তাই আপনি যদি কলকাতায় থাকেন আর পেতে চান উত্তর ব্জারতিয় ও বাঙালী খাওয়ারের স্বাদ তবে চলে যান সনা গাঁ এ।

কি খাবেন – লুচি, আলুর দম, ছলার ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ডাল সোনার গাঁ, ডাল মাখানি, পিন্দি চানা।

খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৩৭০০ টাকা।