কলকাতার সেরা 10 লাক্সারী রেস্তোরাঁ – Luxury Restaurants in Kolkata

7. Cafe Swis (ক্যাফে সুইস, সুইসোটেল)

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় সিটি সেন্টার ২ মলের একেবারে লাগোয়া এই হোটেল কলকাতার পর্যটকদের কাছে অন্যতম সেরা পছন্দ। এখানকার নানান কুইসিনের রেস্তোরাঁ গুলিও বেশ বিখ্যাত। এই সুইসোটেলের একটি জনপ্রিয় রেস্তোরাঁ হল ক্যাফে সুইস, এখানকার দারুন সুন্দর ডেকর তার সাথে অসাধারণ স্বাদের বিভিন্ন দেশি বিদেশি খাওয়ার এখানে একবার ফিরে এলে বারবার ফিরে আসতে বাধ্য করবে। এখানকার ডেসার্ট এর কথা আলাদা ভাবে না বললেই নয়, এখানকার অসাধারণ ফিলিং এর কেক ও পেস্ট্রি আপনার মন এবং জিভ দুই ক্ষেত্রেই দেবে এক অতুলিনিয় স্বাদ।

কি খাবেন- সানডে ব্রাঞ্চ, অয়াফেল, পনির টিক্কা, চিকেন টিক্কা, স্প্যাগেটি, চিজ কেক।

খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ২৯০০ টাকা।

8. The Square (দ্য স্কয়ার, নভোটেল)

A post shared by The Rohit Paul (@therohitpaul) on

কলকাতার আরও একটি বিখ্যাত হোটেল নভতেলের নাম কলকাতায় বেশ বিখ্যাত, এর দারুন সুন্দর ডেকর ো অসাধারণ সারভিসের জন্য। এই হোটেলেরই রেস্তোরাঁ দ্য স্কয়ার, উত্তর ভারতীয়, এশিয় ও কন্টিনেন্টাল খাওয়ার এদের বিশেষত্ব। এখানকার দারুন পরিবেশ ও দারুন ভিউ এখানকার একটি বর আকর্ষণ। কলকাতার শান্তি প্রিয় মানুষের কাছে এটা বেশ পছন্দের জায়গা। এখানকার চারিদিকে কাচে ঢাকা ভিউ এখানে আসা মানুষদের উপহার দেয় এক অভাবনীয় সুন্দর দৃশ্য।

কি খাবেন- তিরামিসু, মকটেল, থাই গ্রিন স্যুপ, লাঞ্চ বুফে।

খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ২৫০০ টাকা।