কলকাতার সেরা 10 লাক্সারী রেস্তোরাঁ – Luxury Restaurants in Kolkata

9. The Hub (দ্য হাব, তাজ বেঙ্গল)

তাজ বেঙ্গলের আরও একটি জনপ্রিয় রেস্তোরাঁ হল দ্য হাব, এখানকার বিশেষত্ব হল ইটালিয়ান, ইউরপিয়ান, কন্তিনেন্তাল, নর্থ ইন্দিয়ান, সি ফুড। অসাধারণ সুন্দর সাজের সাথে সাথে দারুন স্বাদের খাওয়ার আপনাকে এনে দেবে নানা দেশের স্বাদ এক ই টেবিলে। এছাড়া এখানকার ডেসার্ট ও ভীষণ জনপ্রিয়।

কি খাবেন- চকলেট পেস্ট্রি, ব্রেকফাস্ট বুফে, ক্লাব স্যান্ডুইচ, মাডপাই।

খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৩৬০০ টাকা।

10. Pan Asian (প্যান এশিয়ান, আই টি সি সোনার) 

A post shared by Rishab Ghosh (@rishabghosh.rg) on

আই টি সি সোনার হোটেলের আরও একটি বিখ্যাত রেস্তোরাঁ হল প্যান এশিয়ান। এখানকার বিশেষত্ব হল থাই, জাপানিস,চাইনিস, কোরিয়ান, মঙ্গোলিয়ান। প্রাচ্যের নানান অজানা স্বাদ এখানে পাওয়া যায়।

কি খাবেন- দ্য গ্রিন কারি, সুসি প্ল্যাতার, পেকিং ডাক।

খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ২০০০ টাকা।

কলকাতায় বিলাসব্যাসনের প্রাচুর্য কম থাকলেও জেতুকু আছে তা বেশ সম্রিদ্ধ ও পুরনো। এই সমস্ত রেস্তোরাঁ গুলি এক একটি উপন্যাস, যার বেশির ভাগের সুচনা ব্রিটিশ কলকাতায়, ফ্লে এই রেস্তোরাঁ গুলির শুধু স্বাদের দিক থেকে নয়; ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ।