কলকাতার সেরা 10 ষ্ট্রীট ফূড (Street Food)

9. Maharani [মহারানী, শরত বোস রোড]

A post shared by FoodZpah (@foodzpah) on

কলকাতার সকাল বা সন্ধ্যে সবটার সেরা শুরু কচুরি দিয়ে, আর কলকাতায় কচুরি মানে মাহারানি। শরত বোস রোডের ক্রসিংএ অবস্থিত এই দোকান কলকাতার মধ্যে অন্যতম সেরা কচুরি ও তরকারি পাওয়া যায়। এখানকার কচূরি তরকারি, জিলিপি আর চা, এর থেকে ভালো সকালের শুরু হয়না। এখানে বসার জায়গা নেই, তাই হাতে পেলে খেতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়েই, তবে আপনি যদি গাড়িতে থাকেন তবে গাড়িতেও পেতে পারেন সার্ভিস। কলকাতার মধ্যে অন্যতম সেরা কচুরির ঠিকানা হল মহারানী।

  • কী খাবেন- হিঙের কচুরি, সব্জী, কৃস্পি জিলিপি, গুলাব জামুন।
  • সময়- সকাল ৬টা থেকে দুপুর ১২টা, বিকেল ৩টে থেকে রাত ৯টা।
  • জনমত- “কলকাতার অন্যতম সেরা কচূরির ঠিকানা।”

10. bAPI DA’S (বাপী দার মোমো, সেক্টর ২, সল্ট লেক)

 

কলকাতার সবথেকে ব্যাস্ত এলাকায় অবস্থিত এই চাইনিস ও টিবেটান দোকানের জনপ্রিয়তা সারা কলকাতায় বিখ্যাত। এখানকার মোমো, থুকপা ও আরও অন্যান্য সমস্ত খাওয়ার অত্যন্ত স্বুস্বাদু ও দাম সাধ্যের মধ্যে।

  • কী খাবেন- চিকেন মোমো, চিকেন স্যান্ডুইচ, বেবী কর্ণ ফ্রাই।
  • সময়- বিকেল ৫টা থেকে রাত ১০ঃ৩০টা।
  • জনমত- “অসাধারণ”

কলকাতার নানান কোনে লুকিয়ে আছে নানান গল্প, তেমনই নানান রাস্তায় আছে নানান স্বাদ ও গন্ধ। কলকাতার রাস্তায় তাই চেখে দেখতে হবে এই সমস্ত রকম খাওয়ার। যা আপনার কলকাতা সফরে যোগ করবে আরও স্বাদ ও করে তুলবে সুন্দর। কলকাতার ষ্ট্রীট ফুডের এই তালিকায় রইল কলকাতার সেরা কিছু ষ্ট্রীট ফুডের খোঁজ যা আপনার জিভ ও মনকে দেবে অপার সন্তুষ্টি।

লেখক: পূজা বিশ্বাস।