কলকাতার সেরা 10 ষ্ট্রীট ফূড (Street Food)

7. Campari [ক্যাম্পারি, গড়িয়া হাট]

A post shared by Ishita (@khyaton_kumari) on

কলকাতার সবথেকে বড় ও সবথেকে ব্যাস্ত মার্কেট, গড়িয়া হাটের মধ্যস্থলে অবস্থিত এই দোকানের মাছের পদ গুলি অত্যন্ত বিখ্যাত। এদের মাছের পদগুলি একেবারে টাটকা মাছ দিয়ে তৈরি হয় ফলে এর স্বাদ হয় অতুলনীয়। এখানকার ফিশফ্রাই ছাড়া বহু মানুষের শপিং সম্পূর্ণ হয়না। এখানকার ফিশ ফ্রাইয়ের এতটাই জনপ্রিয়তা যে রোজই প্রায় সন্ধ্যে ৭টার মধ্যে তা শেষ হয়ে যায়। বাসন্তি দেবি কলেজের একেবারে গায়ে অবস্থিত এই দোকান কলকাতার কম বয়সীদের মধ্যে বেশ জনপ্রিয়, কারণ এখানকার দামও একেবারে সাধ্যের মধ্যে, যা যে কোন স্কুল বা কলেজ পড়ুয়াদের পকেট মানির আওতার মধ্যে এসে যায়। তাই আপনি যদি থাকেন গড়িয়া হাট এলাকায়, আর আপনি যদি খেতে চান দারুন ফ্লেভারের মাছের ভাজা ভুজি তবে যেতেই হবে ক্যাম্পারিতে।

  • কি খাবেন- ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, চিকেন রোল, মাটন কাটলেট।
  • সময়- বিকেল ৪টে থেকে রাত ৯টা।
  • জনমত- “গড়িয়াহাটে গেলে ক্যাম্পারির ফিশ ফ্রাই মাস্ট।”

8. Momore [মোমোরে, হাতি বাগান]

A post shared by Sreemoyee Sarkar (@sreemsarkar) on

উত্তর কলকাতার একেবারে প্রান কেন্দ্রে অবস্থিত মোমোরে  এখানকার কলেজ পড়ুয়া ও হাতিবাগানে কেনা কাটায় রত মানুষের কাছে এক অত্যন্ত জনপ্রিয় ঠিকানা।  কলকাতার মানুষের কাছে এখন মোমো হল সবথেকে প্রিয় জলখাওয়ার, তাই এখানে ভিড়ও থাকে বেশ। এখানে নানান রকম মোমোর সম্ভারের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর দারুন সুন্দর স্বাদ ও এর মধ্যেকার পুরের মাংস বা আরও অন্যান্য সমস্ত সব্জির মিশ্রনের স্বাদ হয় অতুলনীয়, আর এখানকার সার্ভিস ও বেশ দ্রুত। মোমোরের অন্যান্য শাখায় বসার জায়গা না থাকলেও হাতি বাগানের শাখাটিতে আছে। আর এখানকার কম দাম একে সমস্ত মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তুলেছে।

  • কি খাবেন- প্যান ফ্রায়েড মোমো, থাই ফ্রাই, থাই চিকেন সাটে, চিকেন থুকপা।
  • সময়- সকাল ১১টা থেকে রাত ১০ঃ৩০টা।
  • জনমত- “মোমোরের দারুন মোমো আর ফ্রায়েড আইসক্রিম লা জবাব।”
  • শাখা- অ্যাক্সিস মল।