কলকাতার সেরা 10 ষ্ট্রীট ফূড (Street Food)

5. Sharma Tea [শর্মা টী, সেক্টর ১, সল্ট লেক]

A post shared by Ritika Jaiswal (@kolkatafoodie) on

কলকাতার এক্কেবারে দক্ষিণ ভাগে, সবথেকে ব্যাস্ত অফিস পাড়ায় অবস্থিত শর্মা টী, এখানকার অফিস যাত্রী তো বটেই তা ছাড়া কলকাতার সাধারণ মানুষেরও বেশ পছন্দের। উত্তর কলকাতার কচুরি বিখ্যাত হলেও সেক্টর ওয়ানের শর্মার কচুরিও বেশ বিখ্যাত। এখানে কচুরি ও চা মানেই সবাই বোঝে শর্মার দোকান। এখানকার ক্লাব কচুরি, কেশরের চা সারা সল্টলেকে বিখ্যাত। দোকানের চারপাশের এলাকা বেশ জমজমাট, এই  দোকান খুঁজে পাওয়ার আরও একটি উপায় হল এর সামনে পার্ক করে রাখা দারুন সমস্ত বিদেশি গাড়ি, এর জনপ্রিয়তা এতটাই যে এখানে সমাজের সমস্ত স্তরের মানুষ আসে এই অসাধারণ সমস্ত খাওয়ার ও চা চেখে দেখতে। আপনি যদি থাকেন কলকাতায় আর চেখে দেখতে চান দারুন স্বাদের চা ও তার সাথে দারুন স্বাদের ‘টা’ তবে চলে আসুন শর্মা টী তে, হতাশ হবেন না।

  • কি খাবেন-  লসসি, গুলাব জামুন, আলুর পরোটা, সিঙ্গারা, চা, ক্লাব কচুরি ও আরও নানান ফ্লেভারের চা।
  • সময়- ভোর  ৫ঃ৩০টা থেকে রাত ১০টা।
  • জনমত- “এখানকার দাম একটু বেশি হলেও খাওয়ারের স্বাদ অনুযায়ী ন্যায্য।”

6.Radhu Babu’s [রাধু বাবুর দোকান, লেক মার্কেট এলাকা]

দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত ও পুরনো দোকান রাধুবাবুর দোকান, দক্ষিণ কলকাতার অন্যতম উন্নত এলাকায় অবস্থিত রাধু বাবুর দোকান, যা এই এলাকায় নামি মলের পাশে বেমানান হলেও কলকাতার রুপের সাথে ঠিক ই মানিয়ে যায়। কলকাতার দক্ষিণ ভাগ অন্যান্য এলাকার থেকে অনেক বেশি উন্নত ও সাজানো গোছান হওয়ায়, উত্তর কলকাতার পুরনো ছাপ টা এখানে খুব বিশেষ নেই, এটাও আর পাঁচটা শহরের মত সাজানো গোছানো ঝাঁ চকচকে একটা শহর হয়ে উঠেছে। ফলে এখানে কলকাতার গন্ধ পেতে হলে যেতে হয় কিছু বিশেষ জায়গায়, যার মধ্যে একটি হল রাধু বাবুর দোকান যেখানে গেলে আপনি পাবেন পুরনো কলকাতার গন্ধ। এখানে পাওয়া যায় নানান ধরনের তেলেভাজা, এবং স্ট্যু। এই দোকানে বসার ব্যাবস্থা থাকলেও তা বেশ সিমিত, ফলে এখানে এলে অপেক্ষা করতে হয় বেশ খানিকক্ষণ, তবে তাও এখানে ভিড় কখনো কমেনা।

  • কি খাবেন- কবিরাজি কাটলেট। চিংড়ীর কাটলেট, মাটন স্ট্যু, চিকেন কোর্মা, মাটন কোর্মা।
  • সময়- সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং  বিকেল ৩ঃ৩০ থেকে রাত ১০ঃ৩০।
  • জনমত- “দক্ষিণ কলকাতার ধোপদুরস্ত পরিবেশে এটি একটুকরো সাধারণ কলকাতা, চেখে দেখতেই হবে।”