কলকাতার সেরা 10 টি আউটডোর সিটিং রেস্তোরাঁ (Outdoor Seating)

5. WHATS UP (হোয়াট্স আপ, সাদার্ন এভিনিউ)

কলকাতার অন্যতম সুন্দর ও সবুজে ঘেরা এলাকায় অবস্থিত হোয়াট্স আপ একাধারে ক্যাফে, বার, লাউঞ্জ, আর লাইভ মিউজিক সব মিলিয়ে একেবারে জমজমাট সন্ধ্যের উপকরণ। ঢাকুরিয়া  লেকের বেশ কাছে অবস্থিত এই রেস্তোরাঁ খুঁজে পেতে একটু অসুবিধে হলেও ভোজন রসিক বা প্রকৃতিপ্রেমি যে যাই হন না কেন, খুঁজে ঠিক ই পাবেন। এখানকার লিফটেও বেশ লম্বা লাইন পরে, আর একদম রুফ টপে অবস্থিত এই রেস্তোরাঁ এক অসাধারণ ভিউ উপহার দেয় এখানে আসা সমস্ত মানুষকে। এখানে ছাদের দুটি ভাগ জুড়ে বসার ব্যাস্থা আছে, যা বেশ আরামদায়ক। এখানকার কাবাব ও নর্থ ইন্ডীয়ান খাওয়ারের জনপ্রিয়তা বেশ। এখানকার ডেকর তো অসাধারণই তার সাথে এখানকার মিউজিক ও দারুন। সব মিলিয়ে এক অন্যরকম ছাদের অনুভূতি পেতে চলে যেতে হবে হোয়াট্স আপে।

  • কি খাবেন- চিকেন টিক্কা, পিনাকোলাডা, কিউই মহিটো, রিসটো,  কিট ক্যাট শেক।
  • কুইসিন- ক্যাফে, চাইনিস, কন্টিনেন্টাল, স্যালাড।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১০০০ টাকা।

6. URBAN DESI (আরবান দেসি, ক্যামাক ষ্ট্রীট)

কলকাতার নতুন প্রজন্মের খেলার আর খাওয়ারের দুই খিদের ঠিকানাই  আরবান দেসি। তবে শুধু তাই না এর সাথে আরও একটা বিশেষত্ব আছে এই রেস্তোরাঁ  কাম লাউঞ্জের। আরবান দেসির আছে এক অনন্য সুন্দর রুফ টপ সিটিং অ্যারেঞ্জমেনট, এখান থেকে দেখা যায় মহোময়ি কলকাতার দারুন সুন্দর একটি ভিউ। এছাড়া এখানকার দারুন সুন্দর পানিয়ের কালেকশন ও জিভে জল আনা সমস্ত খাওয়ার এখানকার জনপ্রিয়তার অন্যতম কারণ। এছাড়া এখানকার সাজ সজ্জা, অসাধারণ মিউজিক ও সাধ্যের মধ্যে দাম একে করে তুলেছে কলকাতা বাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়।       

  • কি খাবেন- মকটেল, নাচো, ভার্জিন মোহিটো, ভেজ প্ল্যাটার, মারটিনি, ফিশ টিক্কা।
  • কুইসিন- কন্টিনেন্টাল, পিতজা, নর্থ ইন্দিয়ান, চাইনিস।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১৫০০ টাকা।