কলকাতার সেরা 10 টি আউটডোর সিটিং রেস্তোরাঁ (Outdoor Seating)

3. THE BLUE MUG (দ্য ব্লু মাগ, যোধপুর পার্ক)

A post shared by Papiya Das (@miss_dasss) on

কলকাতার অন্যতম দামি এলাকায় অবস্থিত ছোট্ট কাফে দ্য ব্লু মাগ, এই এলাকার অন্য অনেক ক্যাফের নামের তালিকার থেকে বেশ উপর দিকে উঠে আসছে। এখানকার অসাধারণ ডেকর এই রেস্তোরাঁ কে করে তুলেছে কলকাতার নতুন প্রজন্মের অন্যতম পছন্দের জায়গা। এর ইনডোর এর সাথে সাথে আছে আউট ডোর সিটিং এর ব্যাবস্থাও, যা বেশ বিখ্যাত এর সবুজে ঘেরা ও নিপুন ভাবে সাজানো পরিবেশের জন্যে। কলকাতার বুকে এমন সুন্দর করে সাজানো আউট ডোর সিটিং অ্যারেঞ্জমেনট খুব কমই আছে। এবার আসা যাক খাওয়ারে, এই ক্যাফের নানান স্বাদের নানান দেশের অসাধারণ সমস্ত খাওয়ার ও ড্রিঙ্ক একে করে তুলেছে কম বয়সীদের অত্যন্ত প্রিয়, এখানকার নানান ফ্লেভারের শেক তো এখানকার একটি সিগনেচার আইটেম হয়ে গেছে মেনুতে। কলকাতায় শান্ত পরিবেশে দারুন স্বাদ পেতে হলে যেতেই হবে দ্য ব্লু মাগে।   

  • কি খাবেন-  ওরিও শেক, আমেরিকানো, চিকেন স্টেক, চিকেন বারবিকিউ, বার্গার, মকটেল।
  • কুইসিন- ক্যাফে, কন্টিনেন্টাল, ইটালিয়ান, স্যালাড।
  • খরচ- ২জনের জন্য খরচ প্রায় ৭০০ টাকা।

4. THE BRIDGE  (দ্য ব্রিজ, দ্য পার্ক)

A post shared by Amit Kumar Das (@amitdas61) on

কলকাতার অন্যতম প্রিয় হোটেল দ্য পার্ক, পার্ক ষ্ট্রীটের ওপরে অবস্থিত এই নামজাদা হোটেলের মধ্যে আছে নানান কুইসিনের রেস্তোরাঁ, যার মধ্যে অন্যতম হচ্ছে দ্য ব্রিজ। এই রেস্তোরাঁর খ্যাতি অন্যতম গুরুত্বপুর্ণ একটি কারণ হল, এটি হল কলকাতার মধ্যে আরও একটি রেস্তোরাঁ  যাদের আউট ডোর  সিটিং এর ব্যাবস্থা আছে। এখানকার অসাধারণ স্বাদের সমস্ত দেশি বিদেশি খাওয়ার তো আছেই তার  সাথে আছে অসাধারণ একটি পরিবেশ, এর আউট ডোর সিটিং এর মায়াবী আলোক সজ্জা  আর দারুন সুন্দর মিউজিক একে কলকাতাবাসীর একেবারে মনের মত করে তোলে। এছাড়া এখানকার বুফের খ্যাতি জানেনা এমন ভোজন রসিক কলকাতায় মেলা ভার। আর এখানকার দারুন পানিয়ের কালেকশনের জন্যও এর জনপ্রিয়তা আছে।

  • কি খাবেন- নাচোস, মকটেল, মুস, চিকেন সসেজ, তিরামিসু।
  • কুইসিন- ইটালিয়ান, কন্টিনেন্টাল, নর্থ ইন্ডীয়ান, স্যালাড।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৩০০০ টাকা।