কলকাতার সেরা 10 টি আউটডোর সিটিং রেস্তোরাঁ (Outdoor Seating)

7. WISE OWL (ওয়াইস আউল, হিন্দুস্থান পার্ক)

কলকাতার অন্যতম দামি এলাকা যেখানে বহু পুরনো ও নামজাদা রেস্তোরাঁ ও ক্যাফে আছে সেখানে অবস্থিত তুলনামূলক নতুন ক্যাফে ওয়াইস আউল খুব অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার অন্দর সজ্জা অন্যান্য রেস্তোরাঁর মত হলেও এর আউট ডোর সিটিংএর ব্যাবস্থাটি অত্যন্ত জনপ্রিয়। এই রেস্তোরাঁর আউটডোর সিটিং টি একটি ছোট্টো বাগানের মত করে সাজানো হয়েছে, এর আসবাব পত্র ও তার সাথে মিল রেখে বেশ সুন্দর। এছাড়া এখানকার অসাধারণ সমস্ত খাওয়ার ও ড্রিঙ্ক সব মিলিয়ে শহরের বুকে একটা শান্ত সময় কাটাতে চাইলে যেতে পারেন ওয়াইস আউলে।

  • কি খাবেন- কফি, এগ বার্গার, চকলেট শেক, ব্রেক ফাস্ট প্ল্যাতার, ও নানান মকটেল।
  • কুইসিন-  ক্যাফে, ইটালিয়ান, কন্টিনেন্টাল, ফাস্ট ফুড, স্যালাড।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১০০০ টাকা।

8. AQUA JAVA AIR (অ্যাকোয়া জাভা    এয়ার লেক টাউন)

কলকাতার অন্যতম ব্যাস্ত এলাকা লেক টাউনের একেবারে প্রান কেন্দ্র ভি আই পি রোডের কাছে অবস্থিত রেস্তোরাঁ অ্যাকোয়া জাভা এয়ার নতুন কলকাতার এক অসাধারণ সুন্দর ভিউ উপহার দেয় এখানে আসা সমস্ত মানুষকে। এই রেস্তোরাঁর ইনডোর ও আউটডোর দুই ধরনেরই বসার ব্যাবস্থা আছে, যার মধ্যে থেকে আউট ডোর আরেঞ্জমেনটটি বেশি জনপ্রিয় এর অসাধারণ ভিউ এর জন্য। এখানে ছাদের ওপরে বেশ বিস্তৃত বসার জায়গা, যেখান থেকে লেক টাউনের সবুজে ঘেরা এলাকা  ও ক্লক টাওয়ার টি খুব সুন্দর ভাবে দেখা যায়। এছাড়া এখানকার দারুন খাওয়ার ও অসাধারণ পানিয়ের সম্ভার তো আছেই। তবে এই রেস্তোরাঁ শুধু মাত্র নিরামিশ খাওয়ার পরিবেশন করে।

  • কি খাবেন-  মাড পাই, ব্রাউনি, মকটেল, থাই গ্রিন কারি, ভেজ অগ্রাটিন।
  • কুইসিন-  ক্যাফে।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৮০০ টাকা।