কলকাতার সেরা 10 টি আউটডোর সিটিং রেস্তোরাঁ (Outdoor Seating)

9. CAFE PRANA (ক্যাফে প্রানা, হাজরা)

A post shared by PinchmyySalt (@pinchmyysalt) on

কলকাতার অন্যতম ব্যাস্ত  ও জনবহুল এলাকা হাজরায় অবস্থিত ক্যাফে প্রানা কলকাতার আরও এক জনপ্রিয় ক্যাফে, আর এর আউটডোর সিটিং এর ব্যাবস্থা এখানকার জনপ্রিয়তার এক অন্যতম কারণ। অসাধারণ সুন্দর বই ও অন্যান্য নানান শিল্প সামগ্রী সমন্বিত এই ক্যাফের ইনডোর সিটিং ও বেশ সুন্দর। এছাড়া এখানকার নানান নতুন ফ্লেভারের চা ও তার সাথে অসাধারণ সুন্দর নানান ডিশ এখানে এক বার এলে বারবার ফিরে আসতে বাধ্য করবে।

  • কি খাবেন- বেরি স্মুদি, সালামী বার্গার, কুলফি, আইসড টি, সালসা, ক্যামোমাইল টি।
  • কুইসিন- ক্যাফে।
  • খরচ- ২ জনের জন্য খরচ ৫০০ টাকা।

10. BLUE & BEYOND (ব্লু অ্যানড বিয়নড, হোটেল লিন্দসে)

কলকাতার প্রান কেন্দ্র এসপ্লানেড এলাকায় অবস্থিত হোটেল লিন্ডসের ৯তলায় অবস্থিত এই রেস্তোরাঁ ব্লু অ্যানড বিয়ন্ড এক অনন্য সুন্দর  ডেকর সমৃদ্ধ এক রেস্তোরাঁ। এর আউটডোর সিটিং এর ব্যাবস্থা খুব সুন্দর করে সাজানো তার সঙ্গে অসাধারণ খাওয়ার। এখানে যে কোন উপলক্ষ্যে  আসতে পারেন।

  • কি খাবেন- তেরিয়াকি চিকেন, কুং পাও চিকেন, আফগানী গোস্ত, চকলেট ফাজ।
  • কুইসিন- কন্টিনেন্টাল, নর্থ ইন্দিয়ান, চাইনিস, কাবাব, থাই।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ১৬০০ টাকা।

কলকাতার বুকে আকাশের নিচে বসে খাওয়ার অভিজ্ঞতা নিতে চলে যান এই সমস্ত রেস্তোরাঁ গুলিতে, আর করে তুলুন আপনার সন্ধ্যে গুল বর্ণময়। আপনার সুন্দর সন্ধ্যের জন্য রইল কলকাতার সেরা ১০ আউটডোর সিটিং রেস্তোরাঁ।

লেখক: পূজা বিশ্বাস।