বৃষ্টি ভেজা সকাল sms – Rain Sms in Bengali

হ্যালো বন্ধুরা আজকের এই মনসুনে তোমাদের জন্য নিয়ে এসেছি বৃষ্টি ভেজা সকাল sms অর্থাৎ বৃষ্টির সময় আমাদের অনেক sms এর দরকার হয়ে পরে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে একে অপরকে শুভেচ্ছা জানানোর জন্য sms এর দরকার হয়ে পরে যা আমাদের মাথায় অনেক সময় বা বেশিরভাগ সময়ে আসে না। তাই আপনাদের কথা ভেবে আজকের এই সম্ভার।

বৃষ্টি একধরনের তরল, যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারি হলে তা পৃথিবীর বুকে ঝরে পড়ে – একেই বলে বৃষ্টি। বিশ্বের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি সুপেয় জলের বড় উৎস। বিচিত্র জৈবব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, জলবিদ্যুৎ প্রকল্পগুলি সচল রাখতে ও কৃষি সেচব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না। শুকনো বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় কিছু বৃষ্টির বিন্দু শুকিয়ে যায়।

Incomplete Love – অসম্পূর্ণ প্রেমের কথা

আজকের আকাশ অন্যদিনের মতো নয় আজ অঝোড় ধারায় ঝড়ছে, থেকে থেকে ঠান্ডা বাতাস, একটু কাপুনি উঠে যায় তবু মনের মাঝে শিহরণ উকি দেয়, নিরব ভালোবসার। সম্ভবত  ২০১৮ সাল ১৫ ই জুন দুপুর বেলা বৃষ্টিতে ভিজে ভিজে হাটছি এক নির্জন রাস্তা দিয়ে, চারদিক কিছুই দেখা যায়না শুধু বৃষ্টি আর বৃষ্টি। এমন সময় তুমি আমার সামনে। কি করবো বুঝিনাই, কি বলবো ভেবে দেখি নাই, তবে তোমাকে অনেক ভালো লেগেছিলো। আজকের এই আকাশ দেখে তুমিও কি কাদছো, সেই দিনগুলো মনে করে ? এবার আমরা চলে যাবো সরাসরি আজকের মূল বিষয়বস্তু নিয়ে। বৃষ্টি ভেজা সকাল smsবৃষ্টির sms বৃষ্টির দিনের এস এম এস বৃষ্টির এস এম এস বৃষ্টির রোমান্টিক কবিতা

বৃষ্টি ভেজা সকাল কবিতা – বৃষ্টি sms

1.আজ বর্ষা এলো,
ফরসা আকাশ মেঘলা হোলো,
নামছে এখন বৃষ্টি,
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি।

2. বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর..
বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ …

3.বৃস্টি ভেজা বরষা দিনে..
খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি..
বৃস্টির রিমঝিম এই ক্ষনে?

4.মেঘলা মেঘলা আকাশ..
ঠান্ডা ঠান্ডা বাতাস..
বৃষ্টি ভেজা গা..
পানিতে ভেজা পা..
বৃষ্টি থামেনা..
চারদিকে জল..
পা সামলে চল।

5.বৃষ্টির সাথে ধুয়ে মুছে যাক,
সব আটা, ময়দা, সুজি;
আস্তর বিহীন আসল চেহারা খুঁজি।

6.আমার আকাশে আজ সারাদিন বৃষ্টি
তোমার আকাশেও কি তাই ?
বৃষ্টি পাগলী তুমি কিচ্ছু বুঝো না
তোমাকে যে আমি কতটা চাই

7.আকাশে আজ মেঘ জমেছে,
রাগ করেছে ভারী।
আজ নাকি সারাদিন,
রোদের সাথে আরি।
রোদটাও খুব অভিমানী,
উঠতে নাহি চায়,
এই সুযোগে বৃষ্টি নাকি,
দারুন মজা পায়।
বৃষ্টি ভেজা সকাল sms বৃষ্টির sms বৃষ্টির দিনের এস এম এস বৃষ্টির এস এম এস বৃষ্টির রোমান্টিক কবিতা

8.কদমে কদমে ভরে গেছে চারপাশ,
এলো বুঝি বর্ষার মাস।
নদী নালা থৈ থৈ,বন্ধু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উকি ঝুঁকি,
বন্ধু তুমি দিচ্ছ নাকি আমায় ফাঁকি।

9.বৃষ্টি পড়ছে সপ্ন জমছে আমার চোখের কোণে,
চলনা হারিয়ে যাই আজ আপন মনে।
পহেলা আষাঢ়েই বৃষ্টির গান গাই,
আষাঢ় মাস কে স্বাগত জানাই।

10.আজ আমি বৃস্টিতে ভিজেছি
আর মন খুলে কেদেছি__
কেউ বুজতেই পারেনি যে আমার
চোখ থেকে গরিয়ে পরেছে বৃস্টির জল
নাকি চোখের জল__
তাই তো বৃস্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃস্টির জলে__

11.কোনো এক বর্ষার দুপুর বেলায়,
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে,
তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে।

12.রিমঝিম রিমঝিম এই বাদল দিনে তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।। ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায় মন চায় তোমাকে নিতে চিনে।

13.উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরে
কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে.
দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়
বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,

14.এখানে এই শহরে বৃষ্টির শব্দ কানে আসে না কখন আসে কখন যায় মনে যে থাকে না ।

15.কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..

বৃষ্টির ছন্দ 

16.কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে ।

17.গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাসিয়ে দেই জলে স্মৃতিগুলো কেন আজ বারবার নাড়া দেয় পলে পলে.

18.গ্রামের বাদলা দিনের দিনগুলোয় চাল ভাজা আর নারকেল শহরের মানুষগুলো পায় না যে এর স্বাদ কেমন যেন সব বেআক্কেল.

19.ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?

20.যান্ত্রিক শহরে বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না কাজে কামে ব্যস্ত সবে বৃষ্টির রোমান্টিকতা মনে যে আসে না

21.টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা বাড়িয়ে দিয়ে হাত. লাগাই ছোঁয়া.. শীতল পরশে…অনুভূতিতে স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া.

22.তুমিহীন আজ আমি একা পথে হাটি পায়ের নিচে আজ খালি ভেজা মাটি

23.নীল আকাশে মেঘের বাতাসে আকাশপটে কত যে স্বপ্নআঁকা রঙধনু রঙে আকাশে দেখি নীল রং হাসে ঠোঁট করে বাঁকা

24.বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা কিরণ নিত্য নতুন আনন্দে তাকেই করি বরণ ।

25.ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.. কাছে থেকোনা দুরে যাও চলে শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে. ভাল আছি ভাল আছি সখা তুমি বিনে.

26.মেঘ গুড় গুড় মেঘলা দিনে কালো মেঘের সাজ গুড়ুম গুড়ুম শব্দে খালি পড়ে ভাজ ।

27.মেঘের খেয়ার ভেসে যাব অচিনপুরের দেশে দেশা দেশান্তরে বেড়াব ঘুরে রাজকন্যার বেশে ।

28.মেঘলা দিনের ঠান্ডা হাওয়া রিমঝিম বৃষ্টির বেলা মনে পড়ে যায় সেই দিনগুলি শৈশবে বৃষ্টি নিয়ে খেলা ।

29.পৃথিবীতে বৈচিত্রময় আবহাওয়ার মধ্যে বৃষ্টি আমার খুব প্রিয় ৷
যখন বৃষ্টি হয় তখন মনে হয় প্রকৃতি কিছু বলতে চাইছে ৷ আর এই চাওয়া পাওয়ার মধ্যে বৃষ্টির সাথে আত্নার, অন্তর ও মনের ভালোবাসা খুঁজে বেড়াই ৷

30.বহুদিন পরে বৃষ্টিতে ভিজলাম তবে খুব ভয় হচ্ছিল
না হঠাৎ বজ্রপাতে মরেযাবার ভয় না
বৃষ্টিতে ভিজলে ভ্যাট দিতে হয়কিনা সেই ভয়।।