মুর্শিদাবাদের সেরা 10টি দর্শনীয় স্থান (Murshidabad Tourist Spot)

5. মুর্শিদাবাদ জেলা মিউজিয়াম

মুর্শিদাবাদের রায়গঞ্জের রায় বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিংহের দান করা জমির ওপর তৈরি হয় মুর্শিদাবাদ জেলা মিউজিয়াম। ১৯৬৫ সালে শুরু তৈরি হওয়া এই মিউজিয়াম সাধারণ মানুষের জন্য খোলে ১৯৮৫ সাল থেকে। এই মিউজিয়ামে বেশিরভাগ রায়বাহাদুর সুরেন্দ্র নাথের ব্যাক্তিগত সংগ্রহের দ্রব্যাদি থাকলেও এছারাও এখানে আছে বিভিন্ন মুল্যবান জিনিস যেমন- একটি কষ্টি পাথরের মূর্তি যার সময়কাল প্রায় ৮ থেকে ১৩ খ্রিষ্ট পুর্বাব্দ, এছাড়া বিভিন্ন প্রাচিন ও দুষ্প্রাপ্য মৃৎ শিল্প ও পুঁথি আছে। মুর্শিদাবাদের ঘোরার জায়গার তালিকায় তাই জেলা মিউজিয়ামকে রাখতেই হবে।

  • সময়- সকাল ৯ টা থেকে ৬ টা, বুধ বার বাদে প্রত্যেকদিন খোলা।
  • প্রবেশ মূল্য– ৫ টাকা

6. কাঠগোলা

মুর্শিদাবাদ থেকে একটু দুরে কাঠগোলা এলাকায় অবস্থিত কাঠগোলা প্রাসাদ। কাঠগোলা একসময় বাংলা-বিহার-ঊড়ীষ্যা রাজধানী ছিল। এই প্রাসাদের অন্দর সজ্জা যেমন সুন্দর তেমনই ভরপুর এখানে বিভিন্ন বিখ্যাত শীল্পিদের আঁকা ছবি, নানা পুরনো ও দুষ্প্রাপ্য কারুকার্য যুক্ত আসবাবপত্র, এছাড়া কিছু বিদেশি দামি আয়নাও আছে। এছাড়াও এই প্রাসাদের চারপাশে সুন্দর সাজানো বাগান, ঝীল ইত্যাদিও আছে। ইতিহাসে জানা যায় এই কাঠগোলা অঞ্চলেই প্রথম ভারতে  কালো গোলাপের চাষ হত। এই প্রাসাদের পেছন দিকে আছে বিশাল ও সুন্দর এক আদিনাথ এর মন্দির, এই মন্দির ১৯৩৩ সালে লক্ষীপত সিংহ তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির তৈরি করেন। মন্দির, জলাশয়, প্রাসাদ সব মিলিয়ে ইতিহাসের একটি আস্ত অধ্যায়, না এলে মিস্ করবেন।