মুর্শিদাবাদের সেরা 10টি দর্শনীয় স্থান (Murshidabad Tourist Spot)

3. মতি ঝিল

মুর্শিদাবাদ থেকে দেড় কিলোমিটার দূরে অশ্বখুরাকৃতি এক জলাশয় মতিঝিল। এটি নবাব আলিবর্দি খানের জামাতা নাওাজেশ মহম্মদ খান-এর সৃষ্টি করা।, এর সামনেই ছিল একটি প্রাসাদ যার নাম ছিল সঙ্গ-ই-দালান বা মতিঝিল প্রাসাদ।  তবে সময়ের সাথে সাথে প্রাসাদটি ধ্বংস হয়ে গেছে বেঁচে আছে শুধু ঝিলটি, নামের সাথে আক্ষরিক অর্থেই মিল ছিল এই ঝিলের কারন এটি আসলে ছিল নবাব নাওাজেশ ও ঘসেটি বেগমের প্রাসাদের চারিপাশে।  তবে এখন এর সামনে আছে সুদৃশ্য দুটি মসজিদ- সহমত জঙ্গ, ও কালা মসজিদ। এই কালা মসজিদেড় প্রার্থনা গৃহে একটি কোরান আছে যা নবাব নাওাজিশ খানের নিজের হাথে লেখা। বিকেলের আলো ও হাওায়ায় এখানে ঘুরে বেড়ালে নিজেকে নবাব বাদশা মনে হতেই পারে।

  • সময়- সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭ টা অব্দি।

4. খোশ বাগ

‘আনন্দের বাগান’ এই অর্থ যে নামের সেই নাম এমন কোন স্থানের ই হবে যেখানে গেলে পাওয়া যাবে আনন্দ বা শান্তি, এমনই একটি জায়গা হল খোশ বাগ। এটি বাংলার নবাব সিরাজ-উদ-দউল্লার সমাধি শায়িত আছে, এছাড়া এখানে তার স্ত্রী লুতফ-উন্নিসা, আলীবর্দি খাঁ ও আরও অনেকের সমাধি আছে। এই বাগানের একেবারে মধ্যভাগে একটি আয়াতাকার দরগার মধ্যে এই সমাধি গুলি আছে। নবাব সিরাজ-উদ-দৌল্লার মৃত্যুর পর তাঁর স্ত্রী এই সমাধি ক্ষেত্রের দেখা শোনা করতেন। এই সময়ে তাঁর হাতে পোঁতা  ১০৮ রকমের গোলাপের গাছ যা অত্যন্ত বিখ্যাত ছিল, এই স্থানকে করে রাখতো সুন্দর ও রঙিন। প্রায় ৭ একর জুড়ে বিস্তৃত এই সমাধি ক্ষেত্র শান্তি প্রেমি দের তো বতেই, মুরশিদাবাদে আগত পর্যটকদের আত্যন্ত পছন্দের স্থান।

  • সময়- সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭ টা।