Pocket Friendly Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 সস্তা খাওয়ার ঠিকানা

7. THE CLOUD 9 (দ্য ক্লাউড ৯)

রাজারহাট এলাকায় কর্ম ব্যস্ত মানুষের জন্য দ্য ক্লাউড ৯ এক দারুণ রেস্তোরাঁ। এখানকার ছড়ানো আরামদায়ক বসার ব্যাবস্থা এখানকার আকর্ষণের একটি প্রধান কারন, এছারা এখানে আলোক সজ্জাও সারাদিনের কাজের ক্লান্তির পরের জন্য বেশ ভালো। তাছারা এখানকার হাল্কা মিউজিক কাজের চাপে অশান্ত মনকে শান্ত করে তুলতে সাহায্য করে। এখানকার খাওয়ারের স্বাদ অত্যন্ত ভালো, খুব বেশি মশলা বা তেলের ব্যাবহার না করেও খাওয়ারের স্বাদ বেশ ভালো। আর সব থেকে বড় আকর্ষণ হল, এই রেস্তোরাঁ প্রায় মধ্যরাত অব্দি খলা থাকে, তাই আপনি যদি হন নিশাচর, মাঝরাতে অফিসে যদি খিদে পায় তবে তার সেরা ঠিকানা হল ক্লাউড ৯।

  • কি খাবেন- চিকেন ড্রামস্টিক, মেক্সিকান রাইস, মকটেল।
  • পকেট টান- ২ জনের জন্য খরচ ৭০০ টাকা।
  • সময়- সকাল ১১ টা থেকে রাত ১২ টা।

8. WOLVES’ 11 (উল্ভস ১১, সাদার্ন এভিনিউ)

A post shared by Daniel Xavier (@thexavdan) on

কলকাতার দক্ষিন প্রান্তের সবথেকে জনপ্রিয় এলাকার মধ্যে একটু ভেতরে অবস্থিত এই রেস্তোরাঁ খুজে পেতে অসুবিধে হলেও, আপনি যদি হন টিপিকাল বাঙালী ক্রীড়া-প্রেমি তবে আপনার এই রেস্তোরাঁ খুজে পেতে কষ্ট হবেনা। একটি অতি সাধারন বিল্ডীং এর মধ্যে অবস্থিত উল্ভস ১১ কলকাতার ক্রীড়া প্রেমিদের অন্যতম পছন্দের জায়গা। এখানে নানা লোভনীয় ইতালিয়ান খাওয়ারের সাথে সাথে আছে লাইভ স্পোর্ট্স স্ক্রিনিং এর ব্যাবস্থা। এছারাও এখানে আছে হুক্কা বার, ও নানা রকম ইন্ডোর গেমের ব্যাবস্থা। এখানকার ফিঙ্গার ডিশ গুলিও বেশ জনপ্রিয়।

  • কি খাবেন- মিক্স সস পাস্তা, মিট বলস, চিস পপারস, ও মকটেল।
  • পকেট টান- ২ জনের জন্য খরচ ৬৫০ টাকা।
  • সময়- দুপুর ১২ টা থেকে রাত ১১ টা।