Pocket Friendly Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 সস্তা খাওয়ার ঠিকানা

5. C I T CAFE (সি আই টি ক্যাফে, পার্ক সার্কাস)

কলকাতার পার্ক সার্কাস এলাকায় প্রায় ব্যাস্ততম রেস্তোরাঁ হল সি আই টি ক্যাফে। সপ্তাহের সব দিনগুলিতেই প্রায় সমান ভিড় থাকে, তবে ছুটির দিনে এখানে এলে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করতে হয়, ফলে এই রেস্তোরাঁ যে কলকাতার বেশ পছন্দের তা বলাই বাহুল্য। ছিমছাম অন্দর সজ্জার সাথে, অসাধারণ মানের খাওয়ার এই দুই কারনে এখানে ভিড় তো হয় বটেই, তবে কলকাতার কম বয়সীদের ভিড় এখানে বেড়ে ওঠার আরও একটি বড় কারন হল এখানকার কম দাম, ছাত্রছাত্রী দের সাধ্যের মধ্যে দামে এখানে পাওয়া যায় বিভিন্ন জিভে জল আনা সমস্ত খাওয়ার। তাই আপনি যদি হন কলকাতার কোনো কলেজের পড়ুয়া তবে সি আই টি ক্যাফে তে আসা  চাই।

  • কি খাবেন- চিকেন থাই স্যুপ, ক্যারামেল কাস্টার্ড, সাঙ্ঘাই চিকেন, লেমন চিকেন।
  • পকেট টান- দু জনের খরচ ৫০০ টাকা।
  • সময়- সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে রাত ১০ টা ৩০ মিনিট।

6. KEBABISH GRILL INDIA (কাবাবিশ গ্রিল ইন্ডীয়া, নাগের বাজার)

A post shared by Charanjit Singh (@charanjit_ix) on

কলকাতার উত্তর প্রান্তে দমদম এলাকায়, বেশ কয়েকটি ব্যাস্ত ও জনপ্রিয় রাস্তা ও মলের কাছাকাছি অবস্থিত এই রেস্তোরাঁ উত্তর  কলকাতায় কলেজ পড়ুয়া দের মধ্যে সব থেকে বিখ্যাত তার অন্যতম প্রধান কারন হল এখানকার দাম, আজকের দিনে জি এস টির সময়ে দাঁড়িয়ে, এই রেস্তোরাঁর বেশির ভাগ খাওয়ারের দাম ১০০ টাকার থেকেও কম। ধোঁয়া ওঠা মোমো থেকে মশলাদার বার্গার, এমনকি আছে নানান পুরের জুসি স্বরমা রোল। মেনু কার্ডের এই বিভিন্নতা একে করে তুলেছে কলকাতার ছাত্রকুলের সেরা পছন্দ।

  • কি খাবেন- মোমো, চেলো কাবাব, চিকেন টেম্পুরা, স্বরমা রোল, গলৌটি কাবাব।
  • পকেট টান- ২ জনের খরচ ৫০০ টাকা।
  • সময়- দুপুর ১২ টা থেকে রাত ১০ টা ৩০ মিনিট।