Pocket Friendly Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 সস্তা খাওয়ার ঠিকানা

9. BLUE POPPY (ব্লু পপি, সেক্টর ৩)

A post shared by Anurag Mukhia (@anurag_mukhia) on

কলকাতার অন্যতম ব্যস্ত অফিস পাড়ায় অবস্থিত রেস্তোরাঁ ব্লু পপি হল, নতুন কলকাতায় চিনে ও তিব্বতি খাওয়ারের সেরা ঠিকানা। দারুণ অন্দর সজ্জা ও শান্ত পরিবেশের সাথে গরম মোমো থেকে শুরু করে দারুণ সমস্ত পর্ক এর রান্না, আপনার জিভের মধ্যে হবে  স্বাদের বিস্ফোরণ, সমস্ত কিছু পাবেন বেশ কম দামে। কলকাতায় চাকুরীজীবী হলে যেতেই হবে ব্লু পপি তে।   

  • কি খাবেন- পর্ক মোমো, থুকপা, চিলি পর্ক, চিলি চিকেন, ক্লিয়ার স্যুপ।
  • পকেট টান- ২ জনের জন্য খরচ ৪৫০ টাকা।
  • সময়- দুপুর ১২ টা থেকে বিকেল ৩টে ৩০ মিনিট ও
  • বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৯ টা ৩০ মিনিট।

10. TIT BITS (টিট বিটস, চৌরঙ্গী)

কলকাতার অন্যতম বিখ্যাত চৌরঙ্গি এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁ নর্থ ইন্ডীয়ান, চাইনিস ও বাঙালী খাওয়ারের জন্য বেশ বিখ্যাত। এখানে চৌরঙ্গী এলাকার বেশিরভাগ অফিস ও কলেজ যাত্রীরা আসেন। এখানকার ছিমছাম পরিবেশের সাথে অসাধারণ মানের খাওয়ার একে করে তুলেছে সমস্ত রকম মানুষের মধ্যে জনপ্রিয়।

  • কি খাবেন- বড়া পাও, চাট, শ্রীখণ্ড, ফুচকা।
  • পকেট টান- ২ জনের জন্য খরচ ৫০০ টাকা।
  • সময়- সকাল ৮ টা থেকে রাত ১০ টা।

কলকাতার মত বিশাল শহরে আছে অসংখ্য স্কুল ও কলেজ, তাতে আছে বহু ছাত্র ছাত্রী জারা সবে শুরু করছে তাদের জীবন, চিনছে জানছে এই শহরের মত দেখতে মহীরুহটাকে, তাদের জন্যই বানানো হল এই তালিকা, আর বাকি ইন্দ্রিয়ের সাথে সাথে জাতে স্বাদেও চিনতে পারেন এই তিলত্তমাকে।

লেখক: পূজা বিশ্বাস।