Pocket Friendly Restaurants in Kolkata – কলকাতার সেরা 10 সস্তা খাওয়ার ঠিকানা

3. OVER DOSE (ওভার ডোস, দেশপ্রিয় পার্ক)

কলকাতার অন্যতম ব্যস্ত এলাকায় অবস্থিত রেস্তোরাঁ ওভার ডোস, কলকাতার ভোজনরসিক পড়ুয়া ও কম বয়সীদের অন্যতম পছন্দের একটি জায়গা। এখানে অসাধারণ পরিবেশের সাথে সাথে পরিবেশন করা হয় অসাধারণ কিছু খাওয়ার। এখানকার চাইনিস রান্নার খ্যাতি সবথেকে বেশি। চাইনিস চান বা এশিয়ান এখানে দু রকমই পাবেন দারুণ স্বাদের আর কম দামের মধ্যে। তাই এবার জন্মদিনের ট্রিট দেওয়ার জন্য আলাদা করে ভাবনায় পড়ে, চলে যান ওভার ডোসে।

  • কি খাবেন- মোমো, সুইট কর্ণ স্যুপ, ডেভিলস চিকেন, চিকেন হাক্কা নুডলস।
  • পকেট টান- ২ জনের জন্য খরচ ৫৫০ টাকা।
  • সময়- দুপুর ১২টা থেকে রাত ১১টা।

4. DELI CRAVINGS (ডেলি ক্রেভিংস, মিন্টো পার্ক)

A post shared by Dishana_S (@dishana_s) on

কলকাতার একটি ব্যস্ত এলাকায় অবস্থিত প্রায় নতুন এই রেস্তোরাঁ ছাত্র-ছাত্রীদের ভিড়ে থাকে জমজমাট। এখানকার পরিবেশ যেমন সুন্দর এখানকার দামও ততটাই বন্ধুত্বপূর্ণ। ডেলি ক্রেভিংসের সার্ভিস যে কোন বড় রেস্তোরাঁর সমান ভালো, আর এখানকার সাজসজ্জাও বেশ “হিপ”, ফলে ছাত্র-ছাত্রী বা কম বয়সীদের কাছে এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয়। কম খরচে বেশ ভালো খাওয়ার ঠিকানার তালিকায় তাই রাখতেই হবে ডেলি ক্রেভিংসকে।

  • কি খাবেন- পান মহিটো,  স্টাফড চিকেন স্টেক, সিসার স্যালাড, চকলেট ফন্ডেন্ট, বেরি ব্লাস্ট।
  • পকেট টান- ২ জনের জন্য ৬৫০ টাকা।
  • সময়- সকাল ১১ টা থেকে বিকেল ১০টা ৩০ মিনিট।