Best Breakfast Joints in Kolkata – কলকাতার সেরা 10টি ব্রেকফাস্ট জয়েন্ট

7. THE COUNTRY HOUSE (দ্য কান্ট্রি হাউস, এলগিন)

A post shared by pooja tiwari (@pujatiwari116) on

কলকাতার এমন একটি এলাকা যেখানে আছে অগুনতি মল ও রেস্তোরাঁ, সেই এলগিন রোডে দ্য কান্ট্রি হাউস রেস্তরাঁটি তুলনামূলক ভাবে নতুন হলেও নিজের একটি জায়গা তৈরি করেছে। এর সুন্দর শান্ত পরিবেশ ও অসাধারণ সমস্ত খাওয়ারের সম্ভার একে কলকাতা বাসীর বেশ জনপ্রিয় করে তুলেছে। এখানকার খাঁটি আমেরিকান ও ইটালিয়ান ব্রেকফাস্টের মেনু বেশ জনপ্রিয়।

  • কি খাবেন- ওয়াফেল, ক্যারামেল কোল্ড কফি, ব্রাউনি শেক।
  • খরচ- ২ জনের খরচ প্রায় ৮০০ টাকা।

8. WISE OWL (ওয়াইস আউল, হিন্দুস্থান পার্ক)

A post shared by Soumya Roy (@deathstroke_sam) on

কলকাতার দক্ষিণ প্রান্তে বেশ শান্ত এই এলাকায় অবস্থিত রেস্তোরাঁ ওয়াইস আউলের ব্রেকফাস্ট প্ল্যাটার বেশ জনপ্রিয়। এদের সুস্বাদু সসেজ ও দারুণ ফ্লেভারের ব্রাউনি এখানে আসা মানুষের সবথেকে পছন্দ। এই রেস্তোরাঁয় ইনডোর ও আউটডোর দুই রকমেরই বসার ব্যাবস্থা আছে।

  • কি খাবেন- ব্রেক ফাস্ট প্ল্যাটার।
  • খরচ- ২ জনের জন্য খরচ ১০০০ টাকা।