Best Breakfast Joints in Kolkata – কলকাতার সেরা 10টি ব্রেকফাস্ট জয়েন্ট

3. TASTY CORNER (টেস্টি কর্নার, বালীগণজ)

কলকাতার বুকে ভীষণ ব্যাস্ত ও মনোরম একটা এলাকায় অবস্থিত বহু পুরনো একটি দোকান, টেস্টি কর্নার। এখানকার অসাধারণ নিরামিষ খাওয়ারের সম্ভার এর জনপ্রিয়তার অন্যতম কারণ। কাছাকাছি সাউথ পয়েণ্ট স্কুল হওয়ায় এখানে ভীড় থাকে বিশাল। এখানকার দারুণ সমস্ত বাঙালী ও অবাঙালী ভেজ খানা আপনার সকাল টাকে শুরু করবে খুব সুন্দর ভাবে।

  • কি খাবেন- কচুরি শব্জী, জিলিপি, লসসি, ধোকলা।
  • খরচ- ২ জনের জন্য খরচ ১৫০ টাকা।

4. HONDOS (হণ্ডোস, প্রিন্স আনওয়ার শাহ রোড)

দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই রেস্তোরাঁ কলকাতায় অন্যতম জনপ্রিয় এর ২৪ ঘণ্টা সার্ভিসের জন্যে। এদের ব্রেকফাস্ট মেনুতে আছে অসাধারণ সমস্ত আমেরিকান ও ইউরোপিয়ান  ব্রেকফাস্টের ডিশ। ছোট্টো জায়গার মধ্যে সাজানো সুন্দর ছোট্টো রেস্তোরাঁ এখানে আউট ডোর সিটিংএর ও ব্যাবস্থা আছে। এখানে কলকাতার মধ্যে সবথেকে ভালো সার্ভিস পাওয়া যায় রাতে।

  • কি খাবেন-  থর বার্গার, বিফ থান্ডারলিয়ন স্টেক।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৭০০ টাকা।