Best Breakfast Joints in Kolkata – কলকাতার সেরা 10টি ব্রেকফাস্ট জয়েন্ট

9. CURRY PATTA (কারি পাত্তা, থিয়েটার রোড)

কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা থিয়েটার রোডে অনেক রেস্তোরাঁর মাঝে বেশ জনপ্রিয় হল কারি পাত্তা। কলকাতার বুকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাওয়ারের রেস্তোরাঁ। এখানে ক্লাসিক দক্ষিণ ভারতীয় খাওয়ারের সাথে সাথে পাওয়া যায় আরও নতুন চমক। কলকাতার সকাল এই দক্ষিণ ভারতীয় স্বাদে শুরু করতে দারুণ লাগবে।

  • কি খাবেন- গান পাওডার দোসা, কোকোনাট দোসা, বাটার ইডলি।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৪৫০ টাকা।

10. RAJ SPANISH CAFE (রাজ স্প্যানিশ ক্যাফে, নিউ মার্কেট)

A post shared by Tiyasa. (@_meownnaise) on

নিউ মার্কেটের ঐতিহ্য বাহি এই রেস্তোরাঁর ব্রেকফাস্ট মেনু বেশ জনপ্রিয়।

  • কি খাবেন- তিরামিসু, চিকেন স্যালাড, চকলেট সুফ্লে।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৬০০ টাকা।

কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে আছে নানা স্বাদের রেস্তোরাঁ ঠিক এখানকার বৈচিত্র্যময় মানুষ গুলির মতই। এর মধ্যে একটা জায়গা তে গেলেও হতাশ হবেন না।  

লেখক: পূজা বিশ্বাস।