Best Breakfast Joints in Kolkata – কলকাতার সেরা 10টি ব্রেকফাস্ট জয়েন্ট

5. ONE WAY CAFE (ওয়ান ওয়ে ক্যাফে, চৌরঙ্গি)

A post shared by Ami Tanu (@amitanu) on

কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই রেস্তোরাঁ অসাধারণ ব্রেকফাস্ট সার্ভ করে। এদের বাঙালী ও বিদেশি সমস্ত রান্না, বিশেষত স্যান্ডুইচ বেশ জনপ্রিয়। রোটারি সদনের উল্টোদিকে অবস্থিত এই রেস্তোরাঁর অন্দর সজ্জাও বেশ সুন্দর। এখানকার কর্মচারীরাও বেশ ভালো। এছাড়া এখানকার ব্রেকফাস্ট  মেনুর অন্তর্গত চায়ের নানান ফ্লেভার আপনার সকাল টাকে করে তুলবে অতুলনীয়।

  • কি খাবেন- ভেজ পরোটা, লশাগ্ণা, ণাচো।
  • খরচ- ২ জনের খরচ প্রায় ১০০০ টাকা।

6. HOTEL SWAGAT (হোটেল স্বাগত, হাজরা)

কলকাতার  ব্যস্ততম এলাকায় অবস্থিত এই হোটেল ও রেস্তোরাঁ হল এক্কেবারে নিরামিষ, যা বিভিন্ন কুইসিন সার্ভ করে। এখানে ওণাম স্পেশাল খাঁটি দক্ষিণ ভারতীয় খাওয়ার পাওয়া যায়। এবং এখানকার বেশীরভাগ খাওয়ারের দাম সাধ্যের মধ্যে। এছাড়াও এখানে উত্তর ভারতীয় ও চাইনিস নানান খাওয়ারও পাওয়া যায়। সকালের জলখাওয়ার হিসেবে এখানকার দক্ষিণ ভারতীয় ভেজ থালি বেশ জনপ্রিয়।  

  • কি খাবেন- থালি, পেপার প্লেন দোসা, অনিয়ন রাভা দোসা।
  • খরচ- ২ জনের জন্ত খরচ প্রায় ৪৫০ টাকা।