Break Up Quotes in Bengali – বিরহের কবিতা ও ভালোবাসার ছন্দ

ব্রেকআপ বা বিচ্ছেদ এই শব্দটা আমাদের কাছে বেশ পরিচিত। প্রেমে ধোঁকা বা লেঙ্গি যাই হোক না কেন, দুটি মানুষের দুরে চলে যাওয়া বা বিচ্ছেদ বড়ই কষ্টের, প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো বিচ্ছেদই আমাদের বেশ কষ্ট দেয়, আমাদের মন থাকে শরীর নুয়ে পরে মনের ভারে।দুটি মানুষ, দুটি অত্যন্ত ভালো মানুষ যে একসাথেও ঠিক ততটাই ভালো থাকবে এরম টা সবসময় হয়না; কারন সব মানুষেরই চাহিদা, ইচ্ছা, ভালো লাগা – মন্দ লাগা গুলো আলাদা হয়।  তাই তাল-মিলটাও ঠিকমতন থাকেনা।আর এরম সময়েই প্রয়োজন পরে খুব কাছের কাউকে বা মনের মতন কিছু যাতে ডুবে থাকা যায়। এই সময়ে গান, বই, বা সিনেমা যেকোনো একটি আমাদের শান্তি দেয়।  আর এই শান্তির খোঁজেই আমরা বার বার ফিরে যাই এমন কিছু লেখার প্রতি যা আমাদের সেই মানসিক অবস্থা কে সুন্দর ভাবে প্রকাশ করতে পারে। এই সময়কার ব্যাথার কথা কবি ও লেখকেরা বর্ণনা করে গেছেন খুব সুন্দর করে, সেই রকমই কিছু দেওয়া হল যা আপনাদের ভাঙা মনে খানিক হলেও আদরের হাত বুলিয়ে দিতে পারে।

Break Up Quotes in Bengali – বিরহের কবিতা ও ভালোবাসার ছন্দ

প্রেমে বিচ্ছেদ আমাদের বরই কাতর করে তোলে , তখন সারা পৃথিবী রসাতলে গেছে মনে হয়। এই সময়েই যত রাজ্যের দুঃখের গান ও কবিতা আমাদের মনে ধরে, মনে হয় জীবনে কোনো সুখ নেই, স্বাচ্ছন্দ নেই; সব আনন্দ যেন আমাকে ছেড়ে নাম না জানা দেশে পারি দিয়েছে, আর কখনো ফিরবেনা বলে। এই সময়ের জন্যই কিছু ভালোবাসার ছন্দ রইল এখানে, যা আপনি সময়ে অসময়ে বিরহের ছবি হিসেবেও ব্যবহার করতে পারেন এ। এখানে রইল আপনার জন্য সেরা breakup status in bengali .

1. একে তো ফাগুন মাস – হেমন্ত মুখোপাধ্যায় 

“একে তো  ফাগুন মাস 
দারুন এ সময় 
লেগেছে বিষম চোট 
কি জানি কি হয় 
এ ব্যাথা কি যে ব্যাথা 
বোঝে কি আনজনে 
সজনী আমি বুঝি 
মরেছি মনে মনে। “

2. যতবার জ্বালাতে যাই – রবীন্দ্রনাথ ঠাকুর 

“যতবার আলো জ্বালাতে যাই 
নিভে যায় বারে বারে 
আমার জীবনে তোমার আসন 
গভীর অন্ধকারে”

3. আমার প্রাণের পরে চলে গেল কে – রবীন্দ্রনাথ ঠাকুর 

“আমার প্রাণের ‘পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না– সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল–
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।”

4. খন্ডহর – শ্রীজাত 

“তোমার হাসির গন্ধ নীলচে 
আমায় আস্তে আস্তে গিলছে 
আমি রাস্তা খুঁজতে খুঁজতে গেছি খাদের কিনারায়।
তুমি নামাও বরং রাত্তির 
কমে কমুক প্রেমের কাটতি 
তবু দূরেই থাকবো আমরা ,হবে নাসির-শাবানা।”

5. পিছুটান – অনুত্তমা ব্যানার্জি 

“পিছুটান ঝরে গেছে 
সম্পর্কের বহু আগে 
অসুখ বিছানা আমি 
আমারও তো রদ্দুর লাগে 
বুঝতে পারোনি তুমি,
না তাবলে দশ দিচ্ছিনা 
তুমিও ওষুধ নও 
ক্ষত আমিও দেখতে পারিনা।”

6. বোঝে না সে বোঝে না – অরিজিৎ সিং 

“Eta golpo hole o parto
Pata ekta adhtaportam
Khub lukiye bachie rakhtam.. Take
Jani abar Asbe kalke,
Fer chole jabe kore ekla Amake
Bojhenaaa Se Bojhena”

7. ফিডব্যাক – অনুত্তমা ব্যানার্জি 

“আমি দাঁড়িয়েছি মাঝরাস্তায় 
মুখ ফিরিয়ে নিয়েছে কার্নিশ 
ফোন করবিনা মন রাখতেই 
প্রত্যেকবার নাম্বার নিস
মন রাখবার এত চেষ্টা 
কথা রাখতে দেয়না মনকে 
আমি ডাকলেই নাকি আসতিস 
কেন বলছিস পাঁচজনকে 
কেন খেলছিস এত মিথ্যে 
আর অন্ধের মত এই দেখ 
ঘুরে যাচ্ছি তোরই বৃত্তে 
শুনে নিজের গলার ফিডব্যাক।” 

8. দেখো মানসী –  ফসিসলস

“ওই দিগন্তে দ্যাখো
ওই জীবনের সীমান্তে উড়ছে পাখি
ওই পাখিটাও পোষ মেনেছিল একদিন ভালবাসায়
ভালবাসা বলবে কি অন্ধ আকর্ষণ
করতে চাই না আমি তর্ক ভীষণ
আমার দিক থেকে আজও তোমাকেই
ভালবেসে যাই”

9. কেন এমন হয় – ক্যাকটাস

“কান্নার জল চায় এসে 
সে নদীর কাছে তে 
পার আর পারাপারের গল্প 
আরো কত আছে 
হাল ছাড়া নৌকার সাথে হবেনা আর পরিচয় 
কেন এমন হয় অনিবার্য ক্ষয় 
জেনেও ভাবি আবার 
উঠবে ঢেউ 
আজও নদী ফায়ার পায় গতি 
বৃষ্টি ভিজে যদি আসে কেউ”

10. দুপুরের খামোখা খেয়াল – চন্দ্রবিন্দু 

“বেখেয়ালে খুঁজে পাওয়া বই 
ভালো আর থাকতে দিচ্ছে কই 
বৃষ্টির জলে ধোয়া ছাত 
ভুল করে  ছুঁয়ে দেওয়া হাত
এখনো কি ভুল করে তুই 
এক এক ভাববো না কিছুই 
শুধু আদরের ছিল অঙ্গীকার 
যদি একটুও আর একটিবার”
 

শেষ কথা 

প্রেমের মত সুন্দর জিনিস যেমন হয়না , তেমনই প্রেমের মত ব্যাথাও কিছুতে হয়না। প্রেমের ব্যাথা বেশ গুরুতর, আর তার মলমও খুঁজে পাওয়া বেশ কঠিন।আর যে মলম পাওয়া যায় তা বেশ ক্ষণস্থায়ী; তাই মলম না পেলেও কিছুক্ষনের শান্তি পাওয়াই যায়, তার ই রসদ রইল ওপরে, শুধু মুখে মন খারাপের থেকে গানের সাথে মন খারাপ একটু বেশি সহনীয়। এখানে রইল একবিংশ শতাব্দীর কথায় যাকে বলা হয় bengali sad love shayari