কলকাতার সেরা 5 মিষ্টী দইএর ঠিকানা (Best Mishti Doi Kolkata)

3. Ganguram’s (গাঙ্গুরামস)

A post shared by Anisha Ray (@anisha_ray) on

কলকাতা শহরে পুরনো ও বিখ্যাত মিষ্টির সকান গুলির মধ্যে অন্যতম হল গাঙ্গুরাম। এই দোকান শহরে আছে প্রায় এক শতক সময় ধরে। এখানকার সাবেকি বাঙালী মিষ্টি একবার খেলে তার স্বাদ মুখে লেগে থাকে। এখানকার নানা ধরনের নতুন মিষ্টি ও অসম্ভব জনপ্রিয়। সারা কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে এর শাখা। ফলে এখানকার দই যে হবে অনন্য স্বাদের টা বলাই বাহুল্য। গাঙ্গুরামের দই কলকাতার দই এর স্বাদের এক গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে। এখন গাঙ্গুরামের মিষ্টি অনলাইনেও অরডার করা যায়

ঠিকানা- ২০৬, বাস স্টপ, এ জি ব্লক, সেক্টর ২, সল্ট লেক।

আর কি খাবেন- ম্যাঙ্গো দই

জনমত- “কলকাতায় মিষ্টির অন্যতম বিখ্যাত নাম গাঙ্গুরাম চোখ বন্ধ করে ভ্রসা করা যায়।”

4. Agamani Mishtanna Bhandar (আগমনী মিষ্টান্ন ভাণ্ডার)

দমদমের বুকে অবস্থিত এই দোকান উত্তর কলকাতায় বেশ বিখ্যাত। এখানকার অসাধারণ সমস্ত মিষ্টির সাথে সাথে এখানকার অনন্য স্বাদের দই বেশ বিখ্যাত। এখানকার দই একটু বেশি মিষ্টি। তাই আপনি যদি হন মিষ্টির পোকা আর খেতে চান খাঁটি বাঙালী মিষ্টি দই, চলে যান দমদমের এই দোকানে।

ঠিকানা- ২০৮ দমদম রোড, ছাতাকল, দমদম, কলকাতা, ৭০০০৭৪।

আর কি খাবেন- কাজু বরফি, সন পাপড়ি।

জনমত- “উত্তর কলকাতায় অন্যতম বিখ্যাত মিষ্টির ঠিকানা।”