Beer Bar in Kolkata – কলকাতার সেরা 10 সস্তা বিয়ারের ঠিকানা

4. Go Where (গো হোয়ার, সেক্টর ৫)

কলকাতার বুকে সবথেকে ব্যাস্ত অফিস পাড়া, সল্ট লেকের সেক্টর ৫। এখানে চারিদিকে বহুতলে ছড়িয়ে রয়েছে নানান আই টি ও অন্যান্য অফিস, যেখানে সারাদিন কাজের চাপে প্রায় নাভিশ্বাস ওঠে সবার। তার ই মাঝে দাঁড়িয়ে এই রেস্তোরাঁ যেখানে বেশ সস্তায় পাওয়া যায় বিয়ার। এখানকার দারুণ সুন্দর পরিবেশ ও আরামদায়ক বসার জায়গা সবই এখানকার জনপ্রিয়তায় যোগ করে আলাদা মাত্রা। এ ছাড়া এখানকার ড্রিঙ্কের কালেকশন ও বেশ ভালো। তাই অফিস শেষে চলে যেতে পারেন এই রেস্তোরাঁয় আর কাটাতে পারেন একটা সুন্দর সময় পান বন্ধুদের সাথে, খরচের চিন্তা না করেই।

কি খাবেন- বাডওয়াইসার, হেইনেকেন, বাকার্ডি, ফস্টার

কখন যাবেন– সকাল ১১ টা থেকে রাত ১১ টা।

খরচ- ১১০ টাকা/পিন্ট

3. Monkey Bar (মাঙ্কি বার, ক্যামাক ষ্ট্রীট)

A post shared by Neil (@neil_biswas_12) on

কলকাতার বুকে বেশ সুন্দর ও ব্যাস্ত জায়গা ক্যামাক ষ্ট্রীট। এখানে বহু পুরনো ও প্রসিদ্ধ রেস্তোরাঁ আছে, তার মধ্যেই বেশ পরিচিত হয়ে উঠেছে মাঙ্কি বার। যেখানে গেলে আপনি পাবেন বেশ কম দামে বিয়ার। এখানকার সুন্দর আলো আঁধারির পরিবেশ, হাল্কা আলো, বসার আরামদায়ক ব্যাবস্থা সব মিলিয়ে আপনার বিয়ারের সঙ্গি হিসেবে এটি হবে অসাধারণ। কলকাতার বুকে এত সুন্দর পরিবেশে এত সস্তায় বিয়ার দেয় খুব কম জায়গায়, তাই একবার যেতেই পারেন মাঙ্কি বারে আপনার বিয়ারের তেষ্টা মেটাতে।

কি খাবেন- হেইনেকেন, করোনা, লেফে।

কখন যাবেন- দুপুর ১২ টা থেকে রাত ১ টা।

খরচ- ১০০ টাকা/ পিন্ট