Beer Bar in Kolkata – কলকাতার সেরা 10 সস্তা বিয়ারের ঠিকানা

8.Xrong Place (এক্স রং প্লেস, সাদার্ন এভিনিউ)

 

A post shared by पटाखा (@abantikadas) on

কলকাতার সবথেকে জনপ্রিয় এলাকা যেখানে বহু পুরনো ও নামজাদা রেস্তোরাঁ আছে তাদের মাঝে দাঁড়িয়ে থাকা এই নতুন রেস্তোরাঁ বেশ সুন্দর সাজানো, আর এখানকার আলোক সজ্জা নিয়ে না বললেই নয়, অসাধারণ সুন্দর ফেয়ারি লাইট দিয়ে সাজানো এই রেস্তোরাঁয় ঢুকলে চোখে বেশ আরাম হয়। এছাড়া এখানকার মিউজিক ও বেশ ভালো, ডি জের ব্যাবস্থা থাকে। আর এখানকার বিয়ারের দাম বেশ কম। অন্যান্য রেস্তোরাঁ যে দাম নেয় তার তুলনায় বেশ কম। তাই পকেট এর কথা চিন্তা না করেই কাটাতে পারেন এক দারুণ সময় নিজের প্রিয়জনের সাথে।

কি খাবেন- হেইনেকেন, ফস্টার্স, কার্লসবার্গ, বাডওয়াইসার, তটিউবর্গ, কিংফিশার।

কখন যাবেন- দুপুর ২ টো থেকে রাত ১২ টা

হ্যাপি আওয়ার- দুপুর ২ টো থেকে সন্ধ্যে ৭ টা।

খরচ- ১৬০/ পিন্ট

7. Moulin Rouge (মুঁলে রোজ, পার্ক ষ্ট্রীট)

কলকাতার সবথেকে পুরনো রেস্তোরাঁ গুলির মধ্যে অন্যতম মুঁলে রোজ। বেশ সাবেকি ধাঁচের সাজ, আলো ও আর তার সাথে অসাধারণ খাওয়ার ও ড্রিঙ্ক। আর জনপ্রিয়তার সব থেকে বড় কারণ হল এখানকার সস্তা বিয়ার। বিয়ার তেষ্টা সস্তায় মেটানোর জন্য এটি একটি দারুণ জায়গা। সপ্তাহ শেষে বন্ধুদের সাথে যেতেই পারেন এই রেস্তোরাঁয়।

কি খাবেন– হেইনেকেন, কিংফিশার।

কখন যাবেন- দুপুর ১২ টা থেকে রাত ১১ঃ৩০ টা।

খরচ- ১৩০ টাকা/ পিন্ট