হোয়াটস অ্যাপ নিয়ে এল নতুন “ডিলিট ফর এভরিওয়ান” ফিচার (Delete for Everyone in Whatsapp)

হোয়াটস অ্যাপে বহুবার ভুল বানানে টাইপ হয়ে যাওয়া মেসেজ আপনি পাঠিয়ে ফেলেছেন, বা এমন কাউকে এমন অসংগত মেসেজ পাঠিয়ে ফেলেছেন যা পাঠানোর পর তার সামনে দাঁড়াবেন কীভাবে ভেবেই আপনার হাত পা ঠাণ্ডা হয়ে গেছে। এরম পরিস্থিতিতে পড়েনি এমন মানুষ বেশ কম আছেন, আর তাদেরই বহুদিনের আবদার ছিল এই ডিলিট ফিচার। যার সাহায্যে আপনি আপনার পাঠানো যে কোন মেসেজ ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, এরকমই একটি গুজব বেশ কয়েকদিন ধরে শোনা গেলেও তা নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু এবারে সুত্রের খবর যে আর এক সপ্তাহের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই ফিচার আপনার ফোনে, যা আপনাকে দেবে আপনার পাঠানো একটি মেসেজ ডিলিট করার সুযোগ। সেটি সাধারণ টেক্সট, ছবি এমনকি জি আই এফ ও হতে পারে।

 

তবে এই পাওনা যে একেবারে দাগহীন তা নয়, আপনার ভুলের চিণ্হস্বরূপ থেকে যাবে একটি মেসেজ, আপনার পাঠানো মেসেজটি ডিলিট হলেও প্রাপক, মানে যার কাছে পাঠিয়েছিলেন তার কাছে সেই মেসেজটি মূছে গিয়ে দেখাবে “This messege has been deleted”, সুতরাং আপনি আপনার কুকীর্তি যে একেবারে নিশ্চিন্হ করে ফেলতে পারবেন তা নয়, এবং এই মেসেজ ডিলিট করার কাজটি করে ফেলতে হবে ৭ মিনিটের মধ্যে নাহলে মেসেজটি আর ডিলিট হবেনা। এই খবর এখনও হোয়াটস অ্যাপের তরফ থেকে অফিসিয়ালি জানানো না হলেও, এই ফিচার টি যে আসবে তা নিশ্চিত করে বলা যায়। এর ফলে আপনি আপনার কাজের জায়গায় পাঠানো ভুল মেসেজ ঠিক করে নিতে পারবেন, বা টাইপোর হুজ্জুতি তে ভুল হয়ে যাওয়া মেসেজ ও আবার ঠিক করে নিতে পারবেন। আশাকরি এই মেসেজ আপনাকে এই বিপদ থেকে মুক্তি দেবে। So don’t worry about that screen shot that sent to the same person now.