বাংলা প্রেমের কবিতা – Love Sms In Bengali

বাংলা প্রেমের কবিতা কি? বাংলা প্রেমের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, প্রেম কি? প্রেম কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ। কিন্তু ‘প্রেম’ অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল খুঁজে যাচ্ছেন প্রেম কি? অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান? প্রেম কে সংজ্ঞায়িত করা হয় – ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ ও রহস্যময় অনুভূতি। প্রেম নিয়ে কয়েক শতাব্দী থেকে রচনা হচ্ছে কবিতা। প্রেম নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা প্রেমের কবিতা – যা, পাঠকের মন ছুঁয়ে যায়।

প্রেমের কবিতা সমগ্র

1. খন্ড খন্ড মেঘ গুলো জড়ো করে রেখেছি এই আষাঢ়ী দুচোখের জন্য, শুভ্র এ জীবনে তোমারি মেঘমন্দ্র চূর্ণ করলো প্রেয়সী আমারি সহস্র বছর ধরে ফোটা প্রেমরাঞ্জী। বিরহের মেঘাবৃত জ্বীর্নপ্রেম তোমারই স্মরণে আজি বেদনার পল্বল। নিশি কালো রজনীর একাকীত্ব সময়, কুড়ে কুড়ে খাচ্ছে এই রক্ত মাংসের প্রাণহীন দিব্যকান্তি দেহ। তাই হৃদয় সিঁথির লাল সিঁদুরে অসমাপ্ত প্রেমকাব্য, চোখের…

2. হে ভূমি ,বৃক্ষাদি ও প্রাণী সকল এক ভিন্ন প্রেমাকর্ষণে আমি বুনে চলি ফসল  ততক্ষন যাবত না যাই চলে  কোয়ান্টাম ভ্যাকুয়ামের আবর্তে । আমি আলোকবর্ষ দূর হতে ধরিত্রীতে এসেছি প্রেমের টানে  আবারো যাব ফিরে কার্যাদেশ শেষে  সেই একই প্রেমের কারনে

3. আমি ফসল বুনি প্রাণীসমুহ তরে জীবে প্রেম করে যেজন সেইজন প্রেমে ঈশ্বরে এই মহাজাগতিক প্রেম বর্ণনাহীন রংবিহীন নেই কোন অভিধানে এই প্রেমের বিবরন আমি মাস্তুলহারা মাঝির মত গুনে চলি তারা গোটা আকাশের কোন কোনে হবে আগত যাত্রা !!

4. খুলে দিয়ে মনের দখিণা দ্বার শুল্কসন্ধ্যা চৈত্রমাসে, মধুমাসের মধু মিলনে বাসন্তীরং এ কবির মনে প্রেম আসে। একলা দাঁড়ায়ে বকুল তলায় বাতাসে উড়িয়ে লাল শাড়ি, প্রভাতী মেঘে ফের বায়না ধরে মেয়ে তোমার কোথায় বাড়ি। জানতে চাইলে সবুজ বন বলবে তখন কবির মন ভালবাসি রাশি রাশি মেয়ের রেশম কালো চুল, তখন সবুজের বন দিবে উপমা ভালবাসায় নেই…

5. জীবন মানেই কি দুপুরের পোরা রোদে শুধুই হেঁটে চলা, নাকি বিকেলের ফেকাসে রোদ সঙ্গিহীন পার্কে বসে থাকা? জীবন মানে কি শুধুই জুতোর নিচে পিচের আলিঙ্গন, নাকি দিনের শেষে অপেক্ষায় থাকা বাবার মুখে হাসি ফুটানোর মিথ্যে আয়োজন? জীবন মানে কি উঁচু দালানের সামনে বৃথা দাড়িয়ে থাকা, নাকি জলভরা দৃষ্টিতে দরজার আড়ালে অবুঝ  বোনের দাড়িয়ে থাকা? ??

অসম্ভব সুন্দর প্রেমের কবিতা

6. তুমি কি আমায় একটুও ভাবো, নাকি তোমায় আমি ভাবি একা? তুমি কি আমায় স্বপ্ন দেখ, নাকি দুঃস্বপ্ন সেটা?
যে আগুন আমার বুকে, তার আচড় কি তুমি পেয়েছো, নাকি সেই দগ্ধতাও আমার একার? অপেক্ষার তীব্রতা কি তুমি বুঝো, নাকি অপেক্ষায় অপেক্ষায়, শুধু আমার অশ্রু শুন্যতা? আমার স্বপ্ন আজ আমি সাজাই, হোক বাস্তব বা কল্পনাই। একক প্রেম আমার, একাই ভালবেসে যাই ।
7. যতই কর বাহানা, যতই বল না না, যতই কর বাহানা, যতই বল না না, বিয়ের ফুল ফুঁটলেই বাজবে বিয়ের বাজনা
যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে-এ খবর ছড়াবে তার, দেরী হবেনা আর
দুষ্ট প্রজাপতি মেলে দেবে পাখনা যতই কর বাহানা, যতই বল না না বিয়ের ফুল ফুঁটলেই বাজবে বিয়ের বাজনা।
8. ভালোবাসা- গায় সাম্যের গান সুর মাধুর্য ভাঙে শৃঙ্খল। ভালোবাসা- ভাসে মুক্ত ভেলায় পালতোলা নাওয়ে উজান বেলায়। ভালোবাসার- নাই কূল প্রান্তর- নাই তল, নাই সমতল। ভালোবাসা- তো জীবন্ত সজীব ভয় বাঁধা জ্বলন্ত প্রদীপ। ভালোবাসা- বলে হতে আমর বিলিয়ে দিতে যা সুন্দর। ভালোবাসা- এক অম্লান আশা অনন্ত অক্ষর যার ভাষা। ভালোবাসা- নয় পাবার আশা যা সুন্দর অন্তরে…

9.পারো? কোন মেঘেতে ‘বৃষ্টি’ হাসে কোন মেঘেতে সূর্য, কোন মেঘেতে ‘ঝিরি হাওয়া’ কোন মেঘেতে বজ্র। কোন গগনে তারার মেলা ‘শুকতারা’ ‘অরূন্ধতী’, কোন্ আকাশে ‘পূর্ণিমা’ চাঁদ নিশীথ প্রদীপ বাতি। কোন হাওয়াতে ভেসে বেড়ায় মিষ্টি-মধুর শব্দ, কোন দিঘীটার শীতল জলে ফোটে আমার ‘পদ্ম’। কোন বাগিচায় নীল ভোমরা গুন গুন গান গায়, কোন বাতাসে জংলী ফুলের সুবাস…

10. কোন কাননে ফুটিলো ফুল এমন তাহার ঘ্রান, ঘ্রান শুনে উছলে উঠে মম এই প্রান। সুবাস শুনে প্রশ্ন জাগে কোথায় তাহার বাস, কোন চাষী বা এমন করে করলো তারে চাষ। ঘ্রান শুনে প্রানে মোর ধরলো ভীমরতি, ইচ্ছে করে মানুষ থেকে হতে প্রজাপতি। প্রজাপতি যেমন করে থাকে ওরে মিশে, তেমন করে থাকতে চাই তোমায় ভালোবেসে।

শেষ কথা 

যুগ আর  যুগের সাথে তাল মিলিয়ে ভালোবাসাকে ধরে রাখতে গেলে এখনো দরকার ধৈর্য আর সহনশীলতা। যার আদিকাল থেকে আজও অপরিবর্তনীয়। আবারো বলি প্রেম হল এমন একটি অনুভূতি যা আমাদের বয়েসের সাথে সাথে সংজ্ঞা পাল্টায়। আর প্রেম হল এমন একটি জিনিস যেটা আমাদের বয়স বাড়লেও একই রকম ভাবে থেকে যায় আমাদের জীবনে।  তাই প্রেম নিয়ে আমাদের কাব্য করা ইহ মানব জন্মে শেষ হওয়া অসম্ভব, আর এ হল এমন এক অনুভূতি যার স্তর হল মহাশূন্যের মত বিস্তৃত, বহু কোন এখনো আবিষ্কৃত হয়নি। আর সেই আবিষ্কার পর্বই চলেছে, প্রত্যেকে তাদের অনুভূতি দিয়ে জীবন দিয়ে আবিষ্কার করে চলেছে প্রেমের নতুন স্তর। তারই কিছু এখানে দেওয়া হল যা আপনার পথ খোঁজায় সহায় হবে। তাই নিঃশাস নাও প্রাণ ভরে, হাসো মন খুলে, ভালোবাসো প্রাণ ভরে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন।