বন্ধু শব্দটা এমন যার কোনো বিকল্প হয় না। বন্ধু থাকলে কোনো সমস্যা হয় না। বন্ধু হল এই পৃথিবীর অন্য এক অংশ। বন্ধু ও বন্ধুত্ব এই দুটো শব্দ আমাদের জীবনে খুব গভীর ও তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে। বন্ধু হলো স্থান,কাল,পাত্র,জাতী,ধর্ম,বর্ণ,বয়স নির্বিশেষে এমন একটা সম্পর্ক যা একজন মানুষের জীবনের সব থেকে বড় অর্জন। আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আমাদের স্বত্বার ওপর বিশেষ কিছু প্রভাব রেখে যায়, তাদের অস্তিত্ব আমাদের এমন কিছু উপলব্ধি দেয়, যা আমাদের মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে, তাদের ভাবনা-চিন্তা, জীবন বোধ সবটাই আমাদের প্রতক্ষ্য পরোক্ষ ভাবে আমাদের মানুষ হয়ে ওঠায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তার মধ্যে সবথেকে প্রয়োজনীয় অস্তিত্ব বন্ধু। বন্ধু ছাড়া আমাদের জীবনের প্রত্যেকটা ভাগই বেশ শূন্য বোধ হয়, এরাই আমাদের জীবনকে হাসি-কান্না -ভালো লাগা-মন্দ লাগা আর বেশ খানিক বকুনি দিয়ে ভরিয়ে তোলে বন্ধু হচ্ছে এমন একজন যে সুখে-দুঃখে,বিপদে-আপদে,জীবনে-মরণে, জয়ে আর পরাজয়ে একাত্ম হয়ে আমাদের সাথে থাকবে। আর থাকবে আমাদের সাথে friendship bangla sms .
বন্ধুত্ব আমাদের জীবনে এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের জীবন একেবারেই সাদা কালো, এক থাকার মজা অবশ্যই আছে তা অস্বীকার করা যায় না কিন্তু কোনো ঘটনা, কোনো পরিস্থিতি বা কোনো গল্প যা আপনাকে আপনি হয়ে উঠতে সাহায্য করে সেগুলো বন্ধু ছাড়া একেবারেই সম্ভব না, স্কুলের টিফিন আর কলেজের সিগারেট ভাগ করে নেয়ার মত বন্ধু না থাকলে জীবনের “ষোলয়ানাই ফাঁকি”। জীবনে নাম-যশ, সুখ-ঐশ্বর্য, ইত্যাদি অনেক না থাকলেও যদি সঠিক বন্ধু থাকে তবে তার জীবনের মোর গুলোই হয় আলাদা যার স্মৃতি সুখ ভাগ করে নেয়া যায় অন্য মানুষটির সাথে যে আপনার সাথে সেই জায়গায় সেই পরিস্থিতিতে ছিল ও আপনার সাথে সেই সময়ের নুভূতি টুকুও ভাগ করে নিয়েছে friendship day sms bangla, friendship quotes বাংলা
ফরাসি দার্শনিক ও লেখক আলবেয়ার কামু বন্ধু সম্পর্কে বলেছেন ‘’ বন্ধু মানে বুকে স্বপ্ন আর হাতে হাজারো রঙের
ডালা নিয়ে পাশে থাকা এক দুর্ভেদ্য প্রাচীর। যার মন আকাশের মত বিশাল। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়’’।
বন্ধু নিয়ে কবিতা
1. “ছেড়া ঘুড়ি রঙ্গিন বল এই টুকুই সম্বল আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা বাজে বকা রাত্রি দিন asterix tintin এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায় বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়”
2. যেমন ছিলাম তেমন আছি, বন্ধু তোমার পাশা-পাশি, ভাবছো হয়তো ভুলে গেছি, কেন ভাবছো মিছে-মিছি । যদি তোমায় ভুলে যেতাম, তাহলে কি আর এসএমএস করতাম ?
3. একজন স্বার্থপর বন্ধু, তোমাকে অন্ধকারে ফেলে রেখেই চলে যাবে কিন্তু একজন সত্যিকারের বন্ধু, তোমাকে সেই অন্ধকারের মধ্যে আলো দেখিয়ে নিয়ে যাবে।
4. ভালো লাগার কিছু স্বপ্ন , মন ছুঁয়ে যায়, ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় , ভালো লাগার কিছু মানুষ , বন্ধু হয়ে রয় , ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।
5. “ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে ভালো লাগে ওই আকাশের তারা গুনতে ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে বন্ধু !”
6. বন্ধুত্ব শুনিল আকাশের সেই রুপালী চাঁদ, যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায়না , বন্ধুত্ব সেই সুন্দর সৃতি যাকে আজিবন মনে রাখা যায়, কিন্তু ভুলা যায় না ।
7. বন্ধু মানে অবহেলা নয়, বন্ধুকে আপন করে নিতে হয়, বন্ধু হল সুখ- দুঃখের সাথী, এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!
এক আকাশ ভর্তি অভিমান কোনদিন গাইব না যে গান খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ আমি পড়বই যন্ত্রণা হোক”

9. বিধাতার হাতে লিখা, কার সাথে কার হবে দেখা । কেউ যানে না কবে কখন , কার সাথে গিয়ে মিলবে জীবন । তবুও থাকে একটি চাওয়া, মনের মত বন্ধু পাওয়া ।
10. দেখা হলে বন্ধুকে ভালোবাসো, না দেখা হলে পিছনে তার বদনাম না করে তার প্রশংসা করো তথা বিপদের সময় তাকে সাহায্যও করো।