প্রেমের কবিতা – Bangla Love sms

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন। আচ্ছা বন্ধুরা ভালোবাসার কি কোনোরকম সময় গময় আছে ? না নেই তাই তো ? হ্যা বন্দুরা ভালোবাসার স্যুটটি কোনো রকম সময় গময় থাকে না, থাকে না দিন রাত এর ঠিক ঠিকানা, থাকে না স্থান কাল বা পাত্র। ভালোবাসা শুধুই ভালোবাসা। প্রেমের কবিতার কথা জানতে হলে বা পড়তে হলে সবার আগে জানতে হবে যে  প্রেমের ছোট কবিতা কি? প্রেমের ছোট কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, প্রেম কি? প্রেম কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়  প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ। কিন্তু ‘প্রেম’ অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল খুঁজে যাচ্ছেন প্রেম কি? অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান? প্রেম কে সংজ্ঞায়িত করা হয় – ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ ও রহস্যময় অনুভূতি। প্রেম নিয়ে কয়েক শতাব্দী থেকে রচনা হচ্ছে কবিতা। প্রেম নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রেমের ছোট কবিতা – যা, পাঠকের মন ছুঁয়ে যায়। বেশ কিছু প্রেমের কবিতার ডালি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যার থেকে আপনি আপনার প্রেমিকাকে ফেসবুক এ বা হোয়াটস্যাপ এ পাঠাতে পারেন এক নিমিষের মধ্যে।

1.

আমি এক নষ্ট ছেলে, তুষ্ট মানুষ ; অল্পতেই তুষ্ট হইয়ে তোর ছলনাতে ধোঁকা খেয়েছি ; অবিরত তোর ভবিষ্যৎ কে কাব্যে গদ্যময় করতে আমি নির্ঘুম থেকেছি রাতের পর রাত ; তবুও বুঝতে পারিনি তোর প্রেমের মধ্যে রহস্যের জাল ছিলো ; যেটা দিয়ে আমাকে মেঘনা নদীর মতো ছিনিয়ে নিয়েছিলে ভিটা মাটি থেকে ; আমি তবুও রাগিনী, সামান্য…

2.

‘জানি আমি তোমার দু’চোখ আজ আমাকে খোঁজেনা আর পৃথিবীর’ পরে- বলে চুপে থামলাম, কেবলি অশত্থ পাতা পড়ে আছে ঘাসের ভিতরে শুকনো মিয়োনো ছেঁড়া;- অঘ্রান এসেছে আজপৃথিবীর বনে; সে সবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে তবু; বললে সে, ‘ঘাসের ওপরে সব বিছানো পাতার মুখে এই নিস্তব্ধতা কেমন যে- সন্ধ্যারআবছা অন্ধকার ছড়িয়ে পড়েছে জলে; কিছুক্ষণ…

3.

সব কিছু ভেঙ্গে যাবার পর আর কোন চাওয়া নেই নেই কোন বাসনা, নেই কামনা কোন কিছুই আর টানে না আমায় শুধু টানে কিছু স্মৃতি কিছু ফিরে না পাবার সময়; যখন তুমি সাথে ছিলে! যখন তুমি পাশে ছিলে কতকিছুই থাকতাম ভুলে! আমার অবস্থান, তোমার অবস্থান, আমার চাওয়া, তোমার পাওয়া, সব ভুলেছিলাম! মনে হয়নি আমি তুমি ভিন্ন…

4.

যেদিন তোমায় প্রথম দেখি সেদিন সবে কৈশোরে আমি, মুগ্ধ চোখে দেখেছি চেয়ে শুধু তোমার পানে৷ চোখে চোখে কথা হয়েছিল তোমার মুখে মুচকি হাসি ও ছিল, তবু হয় নি কথা পায় নি পূর্ণতা কোথায় যেন ছিল বাধা৷

5.

মনে পড়ে কি তোমার- একদিন সমুদ্র তীরে পড়ন্ত বিকেলবেলায় হাতে -হাত রেখে বলেছিলে,  ‘তুমি আমার, আর আমি শুধু তোমারি  হয়ে থাকবো চিরকাল।’ ভুলে কি গেছো সে কথা?

6.

আমাদের ভালোবাসা সমুদ্রের মতোই অসীম ও গভীর, তোমার মধ্যেই ডুবে আছে আমার  অন্তরের সব আশা-ভরসা,  কতো গভীরে ডুবে আছে তা জানতে চেয়ো না

7.

আমাকে ভালবাসতে হবে না, ভালবাসি বলতে হবে না. মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুয়ে দিতে হবে না.কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না. অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না. এত অসীম সংখ্যক ..না’এর ভিড়েশুধু মাত্র একটা কাজ করতে হবে আমি যখন প্রতিদিন এক বার ভালবাসি বলব….তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে …পাগলি….

8.

আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।

9.

ভালোবাসি, ভালোবাসি– এই সুরে  কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥ আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি॥ সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥

আলোর অক্ষমতার যন্ত্রণাকে কে যেন নাম দিল ছায়া  এই ক্ষোভে কুলবতী আলো সন্ধ্যা হলে ঘরে ফেরে না দ্বাররক্ষী ওজোনের খিল হাট হলে-  পৃথিবীর সাথে বউছি খেলতে খেলতে তাপ হয়ে যায়,   মেরু তুষারকে করে জ্যোৎস্নার কান্না  সমুদ্রকে দেয় ঘর ভাঙার পাসওয়ার্ড।