Mothers Day Quotes in Bengali Font – মা নিয়ে কবিতা

এমন হয় জীবন টা মনে হয় ব্যার্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইন এ মাথা রাখি, কে যেন হটাৎ বলে আয়  চলে যায় আমি তো আছি, মা! একটাই শব্দ যেন সমস্ত কষ্টকে লাঘব করে দেওয়ার জন্য যথেষ্ট,  যার একটা স্পর্শে।হ্যা ইনি সেই মা যিনি দশ মাস  দশ দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট যন্ত্রণার সাথে আপনাকে এই সুন্দর সবুজ এক  আশ্চর্যের দুনিয়া যার নাম পৃথিবী এখানে আপনাকে জন্ম দিয়েছিলেন, দিয়েছিলেন সুযোগ করে আপনাকে এই ব্র্রহ্মান্ড একমাত্র সুন্দর পুরস্কার উপভোগ করার  সুযোগ।  আর আপনি এটা এখন দেখছেন একমাত্র আপনার সেই মমতা ময়ী মা এর জন্য। জীবনের সব থেকে বড় এই আশীর্বাদ সব থেকে বড়ো  পুরস্কার এই  মা। কথায়  আছে যার মা নেই তার কিছু নেই। আমার কাছে নতুন করে মাদার্স ডে মানে কিছুই নেই।  আমার মাদার্স ডে রোজ হয় বা আমি  মাদার্স ডে রোজ মনে করি। মা এর জন্য কোনো একটা আলাদা করে দিন পালন করাটা ঠিক পোষায় না। তাই আমি তো মাদার্স ডে রোজ পালন করি বা করবো আমার অন্তর থেকে, তার জন্য কোনো কেক লাগে না তার জন্য কোনো গিফট লাগে না লাগেনা কোনো বিলাস বহুল রেস্তোরা তে মা কে নিয়ে গিয়ে ভুরিভোজ করানো লাগেনা কোনো বড়ো বড়ো শপিং মল এ মা কে নিয়ে গিয়ে দামি শাড়ি উপহার দেওয়া। না এইসব কিছু লাগেনা। শুধু অন্তর থেকে আপনি আপনার মা কে রোজ যেইভাবে ডাকেন ঠিক সেই ভাবেই একটু ডাকবেন একটু ভালোবাসবেন দেখবেন ওটাই হবে তার কাছে শ্রেষ্ঠ উপহার আর তা না হলে একবার একটু জড়িয়ে মা কে একটা হামি খেয়ে বলেই দিন মা “হ্যাপি মাদার্স ডে” আপনি দেখবেন কতটা খুশি হবেন।

Mothers Day Quotes in Bengali Font – মা নিয়ে কবিতা

মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী  দরদিনি মা। মা সব সন্তানদের এক চোখেই দেখে যদি কোনো মায়ের দুটো ছেলে থাকে তাহলে সেই দু জন হবে দুই চোখের মনি র কত বলবো মা এর ব্যাপারে যত্ন বলবো ততটাই কম পরবে। শুধু ভগবানের  কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান তুমি আমায় আর কিছু না দাও দুঃখ নেই মা যেন সর্বদা আমার সাথে থাকে আর মা কে সবসময় বলতে চাই যে মা আমি তোমায় খুব ভালোবাসি। তাই এখানে রইলো মা নিয়ে কবিতা।

1. মায়ের আঁচল আমার সোহাগের ঠিকানা। 

তোমার আঁচল ছিল মাগো ঠিকানা যতদিন
নির্ভাবনায় কেটেছে রাত আমার ততদিন।

2. মা থাকলে পায়ের তলার মাটি থাকে। 

মা দিয়ে শুরু যার মাটি তার নাম
মাটি আর মাকে তাই জানাই প্রণাম

3. মায়ের কোলের শান্তি আর কোথাও নেই। 

তুমি আমার মা, আমি তোমার মেয়ে বলোনা মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে,আমায় কোলে পেয়ে।

4. মা হারানো মানে পৃথিবী হারানো। 

মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পরে আমার মাকে মনে পরে।

5. চাঁদের কণায় মায়ের মুখ। 

ওই চাঁদের টিপি মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা ,
তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা।

6. মেয়েরা প্রথম থেকেই মা হয়। 

যেদিন আমার কোলে এলি প্রথম হলাম মা, আঁতুর ঘরে শাঁখ তো সেদিন কেউ বাজালো না ,
বললো সবাই মেয়ে হোলো হোলো নাতো ছেলে, শুধু ঠানদি একাই উলু দিলো ঠানদি কে ফলে।

7. মায়ের কাছে তার সন্তানই হয় পৃথিবী। 

ওরে শিশির বিন্দু, বাহার নদী  সিন্ধু,
যার আলো  ছাড়া কিছুই দেখা হতনা,
যে ব্যাথা সয়ে তুমি এনেছো পৃথিবীতে
সেই ঋণ কিছুতেই শোধ হবে না
মা তুমি আমার মা।

8. মা যে আমাদের সবার মা। 

ঢাক বাজা, কাসর বাজা, 
উলু দে আর শাক বাজা
বছর পরে আবার এলো মা যে ,
এলো এলো এলো এলো মা ,দূর্গা মা

9. মায়ের স্নেহ থাকলে, বিশ্বজয় করা যায়। 

মা তুমি যে মা, তোমার স্নেহ মায়ার নেই তুলনা,
আজ সপ্তমীতে তোমারি  আসনেতে দিলাম এই আল্পনা

10. মায়ের কাছাকাছি। 

যত বার দেখি মাগো তোমায় আমি
সাধ মেটেনা কভু তোমায় দেখে
সবাই বলে ভগবান সুন্দর
হবে নাক সুন্দর তোমার থেকে

শেষ কথা 

মা এর কথা বলতে গেলে সত্যি কথা বলতে বলার মতন কিছুই নেই কান্না যতই বলবো কোনো ততই কম পড়বে। মা একটা সমুদ্র মতন যার কোনো কিনারা হয়না যার কোনো মাত্রা নেই।  তবে আজ একটা কোথায় বলতে চাই তোমাদের সকলকেই মা কে ভালোবাস  মা কে সন্মান করো দেখবে তোমরা সব সুখ শান্তি সব সুখ তার মধ্যেই পাবে। ভালো থেকো ভালো রাখার চেষ্টা করো আর মা কে ভালোবাসো।

লেখক – শান্তনু পাল।