৫০টি বাংলা ধাঁধা ও প্রশ্ন ও উত্তর – Top 50 Puzzle Questions With Answers In Bengali

আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা  মনে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয় –

নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর  সুস্থ আছেন। বন্ধুরা আজ আমি একদম আলাদা কিছু করার কথা ভেবেছি। অনেক রকম অনেক সাবজেক্ট মানে অনেক বিষয়ে আমি অনেক কথা বলেছি। তাই আজকে একটু অন্য স্বাদের খাবার খোয়াব আপনাদের। আর সেটা হল আমাদের সবার পছন্দ বাংলা ধাঁধা। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। এসব ধাঁধা জানা থাকলে আপনি বন্ধুমহলে নিজেকে যথেষ্ট মজার মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন। শিশুরাও এসব ধাঁধা পছন্দ করে। এ ছাড়া এ ধরনের ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড। আর সময় না বাড়িয়ে আমরা দেখি কিছু মজাদার ধাঁধা। আমরা আজ জন্য যে – বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর, নতুন ধাঁধা  

 

৫০ টি বাংলা ধাঁধা – Top 50 Puzzle Questions With Answers

1. চটপট বলে ফেল, ঝাল কোন দেশ?

উত্তরঃ শ্রীলঙ্কা।

2. কোন বিলে জল নেই?

উত্তরঃ টেবিল।

3. কোন দেশে মাটি নেই?

উত্তরঃ সন্দেশ।

4. কোন টিয়া ডাকে না?

উত্তরঃ খাটিয়া।

5. কোন চিল উরে না?

উত্তরঃ পাঁচিল। ।

6. কোন মাছি উড়ে না?

উত্তরঃ ঘামাচি।।

7. কোন বাসে মৌমাছি আসে?

উত্তরঃ সুবাসে।

8. কোন পথে যেতে নেই?

উত্তরঃ বিপথে।

9. কোন রাণী পুরুষও হয়?

উত্তরঃ কেরানী।

10. কোন উল বোনে না?

উত্তরঃ বাউল।

11. কোন গান গাওয়া যায় না?

উত্তরঃ বাগান।

12. কোন টেবিলে পা নেই?

উত্তরঃ টাইমটেবিল।

13. কোন তাসা বাজে না?

উত্তরঃ বাতাসা

14. কোন জিনিস টানলে কমে?

উত্তরঃ সিগারেট।

15. কোন জিনিস দিলে বাড়ে?

উত্তরঃ বিদ্যা।

16. কোন জিনিস কাটলে বাড়ে?

উত্তরঃ পুকুর।

17. কোন গ্রামে মানুষ নেই?

উত্তরঃ টেলিগ্রাম।

18. কোন রাজধানী পাট ছাড়া?

উত্তরঃ পাটনা।

19. কোন হাঁস ডিম পারে না?

উত্তরঃ ইতিহাস।

20. কোন চোর চুরি করে না?

উত্তরঃ এঁচোড়।

21. কোন চুড়ি খেতে ভাল?

উত্তরঃ খিচুড়ী।

22. এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছাড় খাই।

উত্তরঃ ঝাঁটা

23.  সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?

উত্তরঃ গুই-সাপ।

24. জনম গেল দুখে বুকে আবার আগুন দিয়ে থাকো অনেক সুখে।

উত্তরঃ হুঁকো।

25. কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি, আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।

উত্তরঃ মাটির হাড়ি।

26.  আমার মা যখন যায় তোমার মার পাশে , দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।

উত্তরঃ মামা।

27. দুধ দিয়া ফুল সাজে , খাইতে অনেক মিঠা লাগে।

উত্তরঃ সন্দেশ।

28.  কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ , মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।

উত্তরঃ লবণ।

29. চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।

উত্তরঃ পালকি।

30. যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।

উত্তরঃ বাদুর।

31. ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।

উত্তরঃ সূর্য।

32. হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।

উত্তরঃ লজ্জাবতী লতা।

33. সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।

উত্তরঃ মেঘ।

34. এই দেখি এই নাই তার আগে আগুন নাই।

উত্তরঃ বিদ্যুৎ।

35.  চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তরঃ পেঁয়াজ।

36. তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।

উত্তরঃ তামাক।

37. তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।

উত্তরঃ কাঁঠাল।

38. তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।

উত্তরঃ কমলা।

39. কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।

উত্তরঃ কলা।

40. উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।

উত্তরঃ পেস্তাগাছ।

41. জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।

উত্তরঃ লবণ।

42. বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।

উত্তরঃ আনারস।

43. ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।

উত্তরঃ মশারি

44. আল বেয়ে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ।

উত্তরঃ সুঁই-সুতো।

45. রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত।

উত্তরঃ দাবা খেলা।

46. বলো সে কী ফল খেতে বড় বেশ- কলজের মধ্যে থোকা থোকা কমলা বুড়ির কেশ।

উত্তরঃ। কমলা লেবু 

47. মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথি দিলে সেও যে লাথি দেয় জোড়ে।

উত্তরঃ ছায়া।

48.  হাতি নয় ঘোড়া নয়, মোটা মোটা পা তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা।

উত্তরঃ পালঙ্ক।

49.  তিন অক্ষরের নাম তার বাংলাদেশে নাই প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খায়।

উত্তরঃ জাপান।

50. অলি অলি পাখিগুলি গলি গলি যায়, সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলে খায়।

উত্তরঃ ধোঁয়া।