কলকাতার সেরা 10 টি সাউথ ইন্ডীয়ান রেস্তোরাঁ – South Indian Restaurant In Kolkata

3.   BHANGO (ভাঙ্গো, ক্যামাক ষ্ট্রীট)

কলকাতার অন্যতম ব্যস্ত এলাকায় অবস্থিত হওয়ায় ভাঙ্গো কলকাতার এক অন্যতম জনপ্রিয় দক্ষিণ ভারতীয় খানার রেস্তোরাঁ। এখানে সুন্দর শান্ত পরিবেশে দারুণ সুন্দর স্বাদের দক্ষিণ ভারতীয় খাওয়ার পাওয়া যায়। ভীষণ ভীড় এলাকা হলেও এই রেস্তোরাঁর বসার জায়গা বেশ বিস্তৃত ও সুন্দর। ক্যামাক ষ্ট্রীটের মত জায়গায় অফিসের ফাঁকে বা কেনাকাটার ফাঁকে ব্রেক হিসেবে এই রেস্তোরাঁ বেশ জনপ্রিয়। অফিস পাড়ায় হওয়ার ফলে এখানে অফিস যাত্রীদের ভীড় থাকে অনেক বেশি। এখানকার দামও সাধ্যের মধ্যে তাই এখানে সমস্ত বয়সিদের ভীড় দেখা যায়, জনপ্রিয়তার জন্যেই ভাঙ্গো তে গেলে আপনাকে অপেক্ষা করতে হতে পারে কিছুক্ষণ।

  • কী খাবেন- দই বড়া, অনিয়ন মশালা দোসা, মিনি ইডলী, ইডলী মাণ্চুরিয়ান।
  • খরচ- ২ জনের জন্য খরচ ৪০০ টাকা।
  • শাখা- অ্যাক্রোপলিস মল-কসবা।

4.  RASAM (রসম, দ্য স্ট্যাডেল )

দক্ষিণ কলকাতার সবথেকে ব্যস্ত এলাকায় অবস্থিত স্ট্যাডেল এর মধ্যে অবস্থিত দক্ষিণ ভারতীয় খানার রেস্তোরাঁ রসম। ঐতিহ্য বাহী দক্ষিণ ভারতীয় পদের নামে নামাঙ্কিত এই রেস্তোরাঁর অন্দর সজ্জা একেবারে সাধারণ, তবে এখানকার সার্ভিস অসাধারণ। টিপিকাল দক্ষিণ ভারতীয় খানা নানারকম চমকের মোড়োকে পরিবেশিত হয় এখানে। কলকাতার বুকে নানান রকমের দক্ষিণ ভারতীয় পদ তার সাথে নতুন কিছু টুইস্টের সাথে ঊপোভোগ করতে চাইলে যেতে হবে  রসমে।

  • কী খাবেন- অনিয়ন গুট্টি পকোড়া, মাইসোর মশালা দোসা।
  • খরচ- ২ জনের জন্য খরচ প্রায় ৬০০ টাকা।