প্রেমের কবিতা – Love Poems In Bengali

প্রেম জীবনে এসেছে আপনার ? মানে হ্যা আসবে তো বটেই কিন্তু কতবার একটু বলবেন। হ্যা বন্ধুরা এখন বর্তমান জীবনে কিন্তু ওই প্রেম ট্রেম একবারই হয় বা একবারই আসে এইসব কথা এখন অতীত কারণ জীবনটা পুরো পুরি প্রেমে ভরা।  প্রেম এমন একটা জিনিস আপনার জীবনে আসবেই। আপনার দরজায় কড়া নাড়বেই। এইবার  আপনি সেটাকে কিভাবে নেবেন বা আপনি কিভাবে সেটাকে গ্রহণ করবেন সেটা আপনার ওপর মানে ওই প্রেমের ভবিষ্যতটা নির্ধারণ করবে। বন্ধুরা আমরা সবাই জানি যে প্রেম ভালোবাসা একটা দারুন অনুভূতির এক অংশ। বিশ্বাস করুন খুব মজার।

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে… এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

প্রেম কি? প্রেম কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: প্রীতি স্নেহ অনুরাগ ভালবাসা ও ভক্তি মিশ্রিত ভাববিশেষ। কিন্তু ‘প্রেম’ অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল খুঁজে যাচ্ছেন প্রেম কি? অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান? প্রেম কে সংজ্ঞায়িত করা হয় – ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ ও রহস্যময় অনুভূতি। প্রেম নিয়ে কয়েক শতাব্দী থেকে রচনা হচ্ছে কবিতা। প্রেম নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা।

রোমান্টিক প্রেমের কবিতা – বাংলা কবিতা প্রেমের

1. আমায় ডুবাও যদি ডোবে কি সাগর
নতুন ঝিনুকে লাগে পুরানো আদর
তন্দ্রা আমায় দেয় অস্থিরতা
কাছে থেকে যা পেয়েছি তাইতো কথা
ছুঁয়ে গেলে মরে যাই
এমন স্পন্দে তাই
ছুঁবোনা ছুঁবোনা ওই কল্পলতা
এসো তবে দূরে এসো নীরবতা….

2. শ্যাওলা আমার শরীরে জাগে,
আমায় তুমি বড্ড ভালোবাসো
তাই শ্যাওলা মাখবো দুজন, বহু বহুযুগের গভীরতায়৷

3. ঝড় উঠুক,নৌকো দুলুক-
আষাঢ় শ্রাবণ ঢেউ থাক, ওপারে মনের গল্পে
তুই শুধু আমার রাজ্যত্বের কাদম্বরী॥

4.আমি বুঝাবো না আমার গুরুত্ব,
আমার শূন্যতা তোমাকে বোঝাবে।
আমার শূন্যতায় তোমাকে গ্রাস করবে,
আমি তোমার কি ছিলাম সেইদিন হয়তো বুঝবে।
সেইদিন তুমি হাহাকার করবে,
সারাদিন বিরক্ত করাকে খুব মিস করবে।
“ভালোবাসি” বলেছি তোমাকে হাজার বার,
তখন খুব বিরক্ত লাগতো তোমার।
কিন্তু এখন তোমার মন বলবে,
একটি বার এসে বলো ভালোবাসি তোমাকে।
তোমার সাথে ছিলাম সারাবেলা,
কিন্তু তুমি করেছিলে অবহেলা।
কিন্তু ঠিকই একদিন তুমি আমায় খুঁজবে।
তাই, আমি বোঝাব না আমার গুরুত্ব,
আমার শূন্যতা তোমাকে বুঝাবে।

5. প্রেম এসেছিলো কাছে
তবুও আসতে দিইনি
এমন জোরসে তালা মেরেছিলাম
মারতে মারতে চাবির প্যাচই কেটে ফেলেছিলাম
তবুও কাছে আসতে দিইনি
আমি প্রেম আসতে দিইনি
প্রিয়ার কাছে প্রিয়ার প্রেম আটকে দিয়েছিলাম।

6.আমি ফসল বুনি প্রাণীসমুহ তরে
জীবে প্রেম করে যেজন সেইজন প্রেমে ঈশ্বরে
এই মহাজাগতিক প্রেম বর্ণনাহীন রংবিহীন
নেই কোন অভিধানে এই প্রেমের বিবরন
আমি মাস্তুলহারা মাঝির মত গুনে চলি তারা
গোটা আকাশের কোন কোনে হবে আগত যাত্রা !!

7. তোমার কাছে আর্জি খোদা,
দু’হাত তোলে চাই,
যাকে আমি ভালবাসি,
তাকে যেন পাই।

যাকে আমি ভালবাসি,
থাকে যেন সুখে,
সারাজীবন যেন সেই
আমায় মনে রাখে।

ভালো তুমি রাখো তাকে,
সারাজীবন ধরে,
কভু যেন সেই আমায়
চলে না যায় ছেড়ে।

আসুক যত ঝড় তুফান
যেন থাকে পাশে,
তোমার তরে আর্জি খোদা,
কবুল করো মোদের।

8. তোকে ভালোবেসে হয়ে গেছি অন্ধ,
তাই তোকে না পেলে দম হয়ে যায় বন্ধ।
তোকে না পেলেই আমি রেগে যাই,
কারণ, সাথে তুই না থাকলে লাগে অসহায়।

তোকে কারো সাথে দেখলেই রেগে যাই,
কারণ, কারো সাথে দেখলে মরি হিংসায়।
তুই যদি চলে যাস আমায় অপেক্ষা রেখে,
তেলে বেগুনে জ্বলে উঠি প্রচন্ড রাগে।

তুই যদি না রাখস আমার কথা,
তখন নিজেকে নিয়ন্ত্রণ যায় না রাখা।
কেন তুর সাথে এত রাগ করি জানিস??
তোকে আমি অনেক ভালোবাসি বলে।

9. দিন শেষে কেন যে রাত আসে,
প্রতি রাতেই কান্নায় চোখ ভাসে।
যে রাত হয় স্বপ্ন দেখার,
সেই রাত আজ হাহাকার।
রাত্রে নেমে আসে অন্ধকার,
সাথে নেমে আসে কষ্টের পাহাড়।
কাঁদি আর চোখ মুছি,
মনের কষ্টে আলো খুঁজি।
যে দেবে আলো আমায়,
সেই তো প্রতি রাতে কাঁদায়।

10.  খুব অস্থির মন তোমার অপেক্ষায় থাকতো ,
কবে তুমি আসবে, আমার সাথে গল্প করতে,
কিন্তু আজ একটা রাত, নেই তোমার দেখা,
আমি অপেক্ষায় থাকলেও তোমার  নেই দেখা।

11.  কখনো কষ্ট দিতে চাই নি
চেয়েছি মন ভরে ভালো বাসতে,
করেছিলে অনেক অবহেলা,
তারপরেও মেনে নিয়েছি ভালোবাসার স্বার্থে।

বদলে গেয়েছিলে তুমি,
তারপরেও বদলে যায় নি আমি,
দোষ না করেও বহুবার,
হয়েছিলাম আসামী।

12.  হয়তো খুব খুশি মনে,
ঘুমাচ্ছো আর নানা রঙিন স্বপ্ন দেখছো,
আর আমি এখনো জেগে, স্বপ্ন ভাঙ্গার বিরহে।
জানি তুমি আসবে না, তারপরও বোকার মত অপেক্ষায় আছি,
চোখে নেই ঘুম,আছে শুধু জল,
মনে বাজছে বিরহের বাঁশি।

13.  প্রতি দিন রাতে গল্প করতে হেসে,
আমি না হয় তুমি ঠিকই খুঁজে নিতে।
ছোট কিংবা বড়, গল্প কিছুটা হলেও হত,
কেউ পারতাম না ঘুমাতে গল্প যদি না হত।

14. ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।