বৈশাখী Sms,কবিতা ২০২০- Boishakhi Sms Bangla 2020

বাঙ্গালী ক্যালেন্ডার এর পয়লা বৈশাখ হল নতুন বছরের সূচনা। এই বছর পয়লা বৈশাখ ১৪২৭ শুরু হতে যাচ্ছে  Pohela boishakh বাঙ্গালীদের জন্য একটি আনন্দঘন মূহুর্তের দিন। এই দিনটি বাঙ্গালীরা খুবই আনন্দের সহিত পালন করে। নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ তারই অনুসরণ করে বাংলা এসএমএস এর সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা আযোজন করেছি । ভালোবাসা দিবস হিসাবেও পালিত হয় এই দিনটি। Pohela boishakh sms খুবই জনপ্রিয় হয়ে উঠে আমাদের মাঝে। ভালোবাসা দিবসে যেমন আমরা এসএমএস প্রেরণ করি ঠিক এই দিনটিতেও আমরা একই কাজ করে থাকি। এই বাংলা বৈশাখি Sms এসএমএস ২০২০ এ  এখানে অনেক ভালো ভালো এসএমএস রয়েছে যা আপনারা আপনাদের প্রিয় জনদের সাথে শেয়ার করতে পারবেন।

প্রেমের কবিতা বা প্রেমের চিঠি বা প্রেমের উক্তি আকারের ও আপনারা ব্যবহার করতে পারবেন। ভালোবাসার বাংলা এসএমএস এর জন্য এটি অত্যন্ত উপযোগী একটি অ্যাপ। ভালোবাসার বাংলা এসএমএস দিয়ে আপনারা খুব সহজেই আপনার প্রিয় মানুষটিকে খুশি করতে পারবেন। ভালোবাসার এসএমএস আমরা সকলেই খুব ভালোবাসি তাতে আমাদের আবেগ জড়িত থাকে। এইখানে আপনি  আপনারা পছন্দ মতন অনেক রোমান্টিক এসএমএস ও পাবেন।

শুভ পহেলা বৈশাখ Sms – Boishakhi Sms Bangla

1. চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! শুভ পহেলা বৈশাখ-১৪২৭

2. বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । শুভ পহেলা বৈশাখ-১৪২৭

3. পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

4. পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

5. ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি॥ শুভ পহেলা বৈশাখ-১৪২৭

6. দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

7. নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

8. ইলিশ মাছের ৩০ কাঁটা”♣♥”বোয়াল মাছের দাড়ি.♣!!! ♥বৈশাখ মাসের ১ তারিখে”♣ ♥আইসো আমার বাড়ি.♣!!! ♥ছেলে হলে পাঞ্জাবি”♣ ♥মেয়ে হলে শাড়ি.♣!! ♥করব বরন বন্ধু তোমায়”♣ ♥আইসো আমার বাড়ি.♣!!! [[আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল শুভ পহেলা বৈশাখ-১৪২৭

9. উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মাতবে মন আনন্দধারায় সবাই হবে বাঁধনহারা। দিনটি হোক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

10. ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

11. বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল !শুভ পহেলা বৈশাখ-১৪২৭

12. একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২২ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে।

13. পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ পহেলা বৈশাখ-১৪২৭

14. নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

15. নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত ক্ষমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এলো ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈশান কোনে মেঘের বার্তা | শুভ পহেলা বৈশাখ-১৪২৭

16. আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই। শুভ পহেলা বৈশাখ-১৪২৭

17. পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ । পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই।শুভ পহেলা বৈশাখ-১৪২৭

18. নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি॥ শুভ পহেলা বৈশাখ-১৪২৭

19. তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর,তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ…শুভ পহেলা বৈশাখ-১৪২৭

20. নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা।শুভ পহেলা বৈশাখ-১৪২৭

21. নতুন পোশাক নতুন সাঁজ।নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই রাশি রাশি॥অটুট থাকুক তোমার হাসি” শুভ পহেলা বৈশাখ-১৪২৭

22. নতুন বছর, নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালবাসায়, নতুন সম্ভাবনায়, নতুনত্ত ছুয়ে যাক তোমার হৃদয়।শুভ পহেলা বৈশাখ-১৪২৭

23. পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ পহেলা বৈশাখ-১৪২৭

24. নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা । হানা-হানি বেধাবেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি । শুভ পহেলা বৈশাখ-১৪২৭

25. নতুন বছর নতুন ভাবে, নতুন সাঁজে নতুন কাজে , নতুন আনন্দে, নতুন ভালোবাসায়, নতুন সম্ভাবনায়, ছুঁয়ে যাক তোমার হৃদয়। শুভ পহেলা বৈশাখ-১৪২৭