হাসির এস এম এস মজার স্ট্যাটাস, বাংলা ধাঁধা – Bengali Googly Question And Answer

আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা  মনে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয় –

নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর  সুস্থ আছেন। বন্ধুরা আজ আমি একদম আলাদা কিছু করার কথা ভেবেছি। অনেক রকম অনেক সাবজেক্ট মানে অনেক বিষয়ে আমি অনেক কথা বলেছি। তাই আজকে একটু অন্য স্বাদের খাবার খোয়াব আপনাদের। আর সেটা হল আমাদের সবার পছন্দ বাংলা ধাঁধা। বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। এসব ধাঁধা জানা থাকলে আপনি বন্ধুমহলে নিজেকে যথেষ্ট মজার মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন। শিশুরাও এসব ধাঁধা পছন্দ করে। এ ছাড়া এ ধরনের ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড। আর সময় না বাড়িয়ে আমরা দেখি কিছু মজাদার ধাঁধা। বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর, 10 টি বাংলা ধাঁধা, 10 টি বাংলা মজার ধাঁধা ,নতুন ধাঁধাঁ, ১০ টি মজার ধাঁধা, বাংলা ধাধা বাংলা ধাঁধা। 

বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। এসব ধাঁধা জানা থাকলে আপনি বন্ধুমহলে নিজেকে যথেষ্ট মজার মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন। শিশুরাও এসব ধাঁধা পছন্দ করে। এ ছাড়া এ ধরনের ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রাইট সাইড।

 হাসির এস এম এস মজার স্ট্যাটাস – Bangla Dhadha Question And Answer

1.  বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটি কি?

2. কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই?

3. আপনি যে ভাষায়ই কথা বলেন না কেন, সব ভাষাতেই জবাব দিতে পারে কে?

4. একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে?

5. অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?

6. একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?

7. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?

8. বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে?

9. উঁচু কিংবা নিচু যাই হোক না কেন, একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে কী?

10. কোন জিনিস কাটলে বাড়ে?

11. ছিটকিরি ছিটকিরি পাতা বত্রিশ ডালে বাঁকা দেখতে সুন্দর খাইতে মিষ্টি মাণিক মুক্তো করছে বৃষ্টি।

12. কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়।

13. তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি।

14. কুল কুল কুলেরি ভাদ্র মাসে ধুলোরি কাঁচায় পাকায় সবাই খায় নেংটো হয়ে হাটে যায়।

15.  রাজার বেটা রাম দাস খায় খোলা তার ফেলায় শাঁস।

16. ইকরের তলে তলে ভিকমতির ছানি, কোন দেশে দেখিয়াছ গাছের আগায় জল ।

17. হাতির দাঁত, কদম্বের পাত হয় শুধু ফুল খাও বসে মূল

18. এক থালা সুপারী গণিতে পারে কোন ব্যাপারী।

19.  সফেদ শয্যা পড়ে আছে কেউ তাতে না শোয়, ভিতর থেকে খোলাম কুচি আঙিনাতে থোয়

20.  সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে, সন্ধায় তিন পায়ে হাঁটে বলো তো কে যায়?

21. ইটে গুরুগুরু, বৈঠা নাগর বিনা বৈঠায় বায় সে সাগর।

 22.জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রানী বলো তা।

23. টুক্কা দিলে টাকাটা লাল শাকের ঐ ডাঁটাটা।

24. হাড়গোড় নেই কেবল মাসে। কালা কুচু জলে ভাসে।

25. ছোট কালে লেজ হয় বড় কালে খসে বাঘের মত লাফ দেয় কুকেুরের মত বসে।

26.  নেই পা, চলছে চাকা তবু তারা দুই ভাই চলছে কেবল শব্দ নাহি কভু।

27.  একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তায় ধরে।

28. মেটো গোয়াল, কাঠের গাই বাঁছুর ছাড়াই দুধ পাই।

29. দেয়াল আছে, ছাদও আছে এমন এক ঘর ভিতর তার প্রবেশ করার একটাও নেই দ্বার।

30.  লেজ, মাথা, পাখা আছে পাখি তবুও নয়, ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায়।

31. সারা মাথায় পক্ক কেশ মাথার ঘিলু খেতে বেশ।

32.  লাল টুকটুক ছোটমামা গায়ে পরে অনেক জামা।

33. যমজ ভাই যায় আসে একবার গিয়ে না ফিরলে ধরেতে না প্রাণ থাকে।

34. ছোট্ট একটা ঘরে, পঞ্চাশ টুপি পরা সৈনিক বাস করে।

35. এরা বাপ বেটা ওরা বাপ বেটা আমতলা দিয়ে যায়, তিন খানা পাকা আম পেড়ে নিয়ে সমান ভাগেতে খায়।

36. কাঁচায় তুলতুলে পাকায় সিঁদূর যে না বলতে পারে সে ধেড়ে ইঁদুর।

37. চার রূপসী চার রং মিলন হলে এক রং।

38. জন্ম দিয়ে মা কাহার ফেলিয়া পালালো, পাড়া প্রতিবেশী বুঝি তাহারে পালিলো।

39. অষ্ট চরণ য়োল হাঁটু মাছ ধরতে যায় লাটু শুকনো ডাঙায় পেতে জাল শিকার ধরে চিরকাল।

40. পিতার আদেশ পেয়ে কোন যোগীবরে জননীর মাথা কাটে ভুমিতলে পাড়ে কী তাহার নাম বল শাস্ত্রে আছে লেখা বলতে কি পারো তার নাম আছে শেখা।

41. মন দিয়ে শোনা সবে কালিদাসের ছন্দ হাজার দুয়ারী ঘরে স্বামী স্ত্রীতে বন্ধ।

শেষ কথা 

আমরা অনেক সময় এমন মজার মজার ধাঁধা নিয়ে বন্ধুদের সাথে বা ভাই বোনদের সাথে আড্ডা মারতাম। আজ লিখতে গিয়ে পিনাকল কিছু ,মনে পরে গেলো

Tag –

groher tane ase ban bengali puzzle, googly questions with answers bengali pdf download, bengali whatsapp puzzle, dadagiri googly round question answer in bengali, bengali brain teasers .