চুলের যত্নে ৫ টি জবা ফুলের উপকারিতা

আমি আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা  মনে করে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয় –

নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম।   আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর  সুস্থ আছেন। বন্ধুরা আমরা জবা ফুল সবাই চিনি বা জানিও। মা ভবতারিনীর অর্থাৎ মা কালির পছন্দের এই ফুল। কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফুল শুধু পুজোর জন্য না আরও অনেক কাজে লাগতে পারে। আর সেটাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো যে জবা ফুল আমাদের দৈনন্দিন জীবনে চুলের সমস্যা থেকে কিভাবে বাঁচাতে পারে ও কি কি কাজে লাগে। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

চুলের বৃদ্ধিতে জবা ফুলের উপকারিতা

জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড উপাদান আছে যা ক্যারোটিন উৎপাদনে সাহায্য করে। নারকেল এবং জবা ফুলের তেল চুলের স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং চুল গজাতে সহায়তা করে পাশাপাশি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

উপকরণ

১ কাপ নারকেল তেল

৭ টা জবা ফুল

৭ টা জবা ফুলের পাতা

প্রণালী

জবা ফুলের পাতা এবং ফুল ভালো করে ধুয়ে একটি পেস্ট বানিয়ে নিন।

একটি প্যানে ১ কাপ নারকেল তেল গরম করে নিন।

এবার গরম তেলে পেস্টটি মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন।

তেলটি ঠাণ্ডা হয়ে গেলে পরিমাণ মতো তেল নিয়ে মাথার স্ক্যাল্পে মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

 

চুল মজবুত করতে জবা ফুলের উপকারিতা

জবা ফুলে অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। যা চুলের শিকড় শক্ত করে এবং জবা ফুলের তৈরি মাস্ক চুল ময়শ্চারাইজিং করে তোলে।

উপকরণ

৪-৫ টা জবা ফুলের পাতা

১ টা জবা ফুল

৩-৪ টেবিল চামচ টক দই

প্রণালী

জবা ফুল এবং জবা ফুলের পাতা পেস্ট করে নিন।

পেস্টের মধ্যে টক দই ভালো করে মিশিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি মসৃণ হয়।

এবার এই মাস্কটা চুলের স্ক্যাল্পে এবং পুরো চুলে লাগিয়ে রাখুন।

১ ঘণ্টা অপেক্ষা করে উষ্ণ গরম জলে ধুয়ে শ্যাম্পু করে নিন।

খুশকি দূর করতে জবা ফুলের উপকারিতা

আপনার কি খুশকির জন্য চুল পড়ে যাছে ? খুশকির শ্যাম্পু লাগিয়েও সমস্যা থেকেই যাছে। তাহলে এখানে আপনার জন্য প্রাকৃতিক উপাদানে জবা ফুল এর হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন।

উপকরণ

কয়েকটি জবা ফুলের পাতা

কয়েকটি জবা ফুল

অর্ধেক লেবু

পরিমাণ মতো মেহেন্দি পাতা

প্রণালী

মেহেন্দি পাতা, জবা ফুলের পাতা, জবা পাতা ভালো করে পেস্ট করে নিন।

এবার এই পেস্টে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন।

মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন । এবার প্যাকটি স্ক্যাল্পে এবং পুরো চুলে লাগিয়ে নিন । ঘণ্টা খানেক বাদে শ্যাম্পু করতে ভুলবেন না।

শেষ কথা 

অবাক হবার কিছু নেই বন্ধুরা একবার ব্যাবহার করে দেখুন। আশা করি অনেকটাই উপকার পাবেন। উপকার পেলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।