বিদায় Sms – বিদায় বেলার কিছু কথা

আগেই বলে নিচ্ছি কেননা আপনারা পরে ভুলে যান। বাকি বন্ধুদের সাহায্যের উদ্দেশে লাইক আর শেয়ারটা  মনে করে করে দেবেন। শুরু করছি আজকের বিষয়। 

নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই chalokolkata.com এ স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন আর  সুস্থ আছেন। বন্ধুরা আজ আলোচনা করবো বিদায় বেলার কিছু কথা।

“বিদায়” শব্দটা তিন অক্ষরের হলেও এটার বেদনা কত টুকু তা আমরা এখন বুঝতে পারছি।। বিদায়ে এত বেদনা কেন? কেন এত কান্না, এত কষ্ট? এত হাহাকার? কেন? বিদায় মানে কি তবে বিরহ? বিদায়ের অন্য অর্থ কি তবে বিচ্ছেদ? বিদায় মানে কি প্রিয় মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলা? বিদায়ের ক্ষণটি সে জন্যই কি ব্যথাভরা? সে জন্যই কি বিদায়বেলায় কারো ‘সজল করুণ নয়ন’ নত হয়ে থাকে বেদনায়? কিন্তু আমরা যে চাই হাসিমুখে বিদায় নিতে। কারো চোখের পানিতে বিদায়ের পথটি ভিজে কর্দমাক্ত হয়ে উঠুক, তা যে চাই না। সে জন্যই কি আকুতি- ‘মোছ আঁখি, দুয়ার খোল, দাও বিদায়।’ সে জন্যই কি চোখে জল আর মুখে হাসি নিয়ে বলি- ‘শুভ বিদায়’?আমরা আরও জানবো যে –  বিদায় বেলার গল্প, স্কুল বিদায় বেলার কবিতা, বিদায় ছন্দ, বিদায় স্ট্যাটাস, বিদায় sms, বিদায় বক্তব্য, বিদায় বন্ধু, বিদায় সংবর্ধনা বাণী ইত্যাদি ইত্যাদি।

 

1. ফোটে যে ফুল আঁধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথী আয়রে আয় সজল করুণ নয়ন তোলো দাও বিদায়।।

2. কত বুক-ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়- পথিক! ওগো অভিমানী দূর পথিক!

কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো মিছে ব্যথা পেয়ে যেয়ো না, ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

3. যেদিন আমি চলে যাবো , হাতটি নেড়ে নেড়ে ।  ব্যথায় মন ভারী হবে , ভেবে তোমাদেরে ।  ছেড়ে যেতে চাইবে না মন, বাধঁন হারা প্রেমে , স্মৃতি আমার রয়ে যাবে ,মনের বাধাঁ ফ্রেমে । 

4. সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য্ধারণ করা।

5. “ আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।। ”

6. যদি কিছু করেও যাই ,কারো কারো মাঝে ‘ যদি কিছু দিয়েও যাই , আমার কোনো কাজে , জানি, থাকবে না কোন কিছু , স্মৃতি টুকু ছাড়া , তা’ও জানি হারিয়ে যাবে , থাকবে আমার ছড়া ।

7. আর না -আসিব আমি তোমারই মাঝে। ব্যার্থ হয়োনা যেন, তুমি আমাকে খুঁজে।। আমি চলে গেলে আসিবে নতুন জন। তারে তুমি করে নিও একান্ত আপন।। বিদায়ের স্মৃতি বড় বেদনা দায়ক। আমি চেয়েছিনু তব স্বপ্নের নায়ক।।

9. হতে পারে নিজের অজান্তেই স্কুল এবং স্কুলের সবাই কে অনেক অনেক ভালবেসে ফেলেছি।। যা হয়ত ২য়-৩য় এবং ৭ম-৮ম শ্রেণীতে থাকতে বুঝতে পারি নি….. কিন্তুু এখন বিদায় কালে বুঝতে পারছি কতটা ভালবাসলে স্কুল ছেড়ে… স্কুলের ফ্রেন্ড ছেড়ে,, স্কুলের শিক্ষক ছেড়ে… স্কুলের ফেলা আসা ম্মৃতি গুলোর জন্য আমাদের চোখের কোণে জল আসতে পারে।।

 

10. হয়ত বাহ স্কুল লাইফের পড় কখনো দেখা হলে, পথের পথিক ভেবে চিনে ও চিনবি নাহ।। নয়ত বাহ নিজের ক্যারিয়ার গড়ায় ব্যস্ত থাকবি,, দেখা করতে বললে না না অজুহাত দেখাবি।। অথবা ১২ বছরের বন্ধুত্ব টা স্কুলের শেষ ঘন্টা পরার