বদ হজম, হজমে সমস্যা হলে করণীয় – Digestion Problem Home Remedy

নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে আমার এই পেজ chalokolkata.com  এ স্বাগতম। আজ আমি আবার চলে এসেছি আপনাদের জন্য বা আমাদের সবার জন্য একটা দারুন টপিক নিয়ে যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেকদিনের সমুক্ষিন হতেই হয়। সেটা হল – বদ হজম, হজমে সমস্যা হলে করণীয়, হজমে সমস্যার লক্ষণ, হজমের ঔষধ, হজমে সমস্যার কারণ, হজমের ট্যাবলেট, দ্রুত খাবার হজমের উপায়, হজমের সমস্যার সমাধান, হজমের সিরাপ, হজম শক্তি কমে যাওয়ার কারণ ইত্যাদি ইত্যাদি। 

বাঙালি হবার সাথে সাথে আমরা সবাই জানি যে আমাদের। খাবার ঠিকভাবে হজম না হলে তার প্রভাব পড়ে আমাদের শরীরে। এরকম বলার কারণ আমরা বাঙালি আর কোথায় আছে আমরা খাদ্য রসিক। আর তাছাড়া নানা কারণেই হতে পারে হজমের সমস্যা। অনিয়মিত খাওয়াদাওয়া এর অন্যতম কারণ। বদহজম, অ্যাসিডিটি, পেটে অতিরিক্ত গ্যাস, ঢেকুর ও হাওয়া নির্গমনের মতো বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে মেনে চলুন কিছু করণীয় জেনে নেওয়া যাক –