রূপশ্রী প্রকল্প কি এবং কিভাবে আবেদন করবেন – Rupashree Prakalpa

একঝলকে দেখে নেওয়া যাক hide

রূপশ্রী প্রকল্প কি (what is Rupashree Prakalpa)

রূপশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা আর্থিক সাহায্য অনুদান প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। 2018 সালে পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী, 2018- 19 বর্ষের রাজ্য বাজেটে দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন 25000 টাকার আর্থিক অনুদানের জন্য রূপশ্রী প্রকল্প চালু করেন।

রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। আর্থিক অভাবের কারনে মেয়েদের বিয়ের জন্য টাকা ধার যাতে নিতে না হয় অথবা বিয়ে আটকে না যায়, তার জন্যই এই প্রকল্প মূলত চালু করা হয় । এই প্রকল্পটির জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্য সরকার। যাদের পরিবারে আর্থিক আয় দেড় লক্ষ টাকার বা তার কম, সেই সমস্ত পরিবারের মেয়েরা তাদের বিয়ের জন্য Rupashree Prakalpaএর আবেদন করতে পারবেন।

রূপশ্রী প্রকল্পের সুবিধা (Benefits of Rupashree Prakalpa)  

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের সুবিধাগুলি নিম্নরূপ:

• অল্প বয়সে বিয়ের প্রতিরোধ করার জন্য উৎসাহ প্রদান করা।
• যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করে এবং প্রকল্পের জন্য আবেদন করার পর মেয়েরা তাদের বিয়ের সময় 25000 টাকা পাবে।
• অভিভাবকরা যাতে মেয়েদের পড়াশুনো করিয়ে শিক্ষিত করে তার জন্য এই প্রকল্প।
• নারী শিক্ষার প্রসার কর।

রূপশ্রী প্রকল্পের জন্য আবেদনের জন্য যোগ্যতা (Rupashree Prakalpa Eligibility

পশ্চিমবঙ্গের যে সকল মেয়েরা বিয়ে করতে চলেছে তারা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে । তবে নীচে দেওয়া এই যোগ্যতা থাকা উচিত।

• আবেদনকারীর বয়স অবশ্যই সর্বনিম্ন 18 বছর হতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• পাত্রের বয়স হতে হবে 21 বছর ।
• আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে।
• কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।

সুপারিশ নিবন্ধন :- 
  • আপনার জানা উচিত নতুন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা

    আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Application Documents Required)

    রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনাকে আবেদনপত্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা দিতে হবে । নিম্নে এই প্রকল্পের প্রয়োজনীয় তথ্যগুলি দেওয়া হল-

    • জন্মের প্রমাণপত্র ( Birth Certificate)
    • ভোটার আইডি কার্ড (Voter  ID Card) 
    • আধার কার্ড (Aadhaar Card) 
    • ব্যাংক আকাউন্টের বিস্তারিত তথ্য (Bank Account Details)
    • পাত্রের নাম, ঠিকানা, পরিচয়পত্র
    • পাত্র এবং পাত্রীর পাসপোর্ট ফটো (Passport size photo ) 

    • বিয়ের কার্ড অথবা বিয়ের অন্যান্য তথ্য
    • বসবাসের প্রমাণপত্র।

    Rupashree Prakalpa এর আর্থিক অনুদান গ্রহণ করতে আপনি যদি ইচ্ছুক থাকেন, তাহলে আপনাকে BDO, SDO, বা Municipality অফিস থেকে  ফর্ম  সংগ্রহ করতে হবে। আপনি Online থেকেও Form Download করতে পারেন । বিয়ের কমপক্ষে ২০ দিন আগে থেকে আপনাকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। BDO, SDO, বা Municipality অফিসে আবেদন জমা দেওয়ার পর সেখানকার কর্মীরা আপনার দরখাস্ত যাচাই করবে প্রয়োজন বোধ করলে অফিসের কর্মী বাড়িতে এসেও যাচাই করতে পারে। সমস্ত তথ্য নির্ভুল প্রমান হলে তারা আপনাকে এই প্রকল্পে তালিকাভুক্ত করবে এবং আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেবে 25000 টাকা।

    1. প্রথমে আবেদনের জন্য আপনার নিকটবর্তী BDO, SDO অফিস অথবা Municipality বা গ্রাম পঞ্চায়েতে যান।
    2. অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন এবং Rupashree Prakalpa এর Form সংগ্রহ করুন। অথবা আপনি যদি  Online থেকেও Form Download  করেন এক্ষেত্রে আপনাকে অফিসে গিয়েই ফর্ম জমা দিতে হবে প্রয়োজনীয় দরখাস্তের সঙ্গে।
    3. এবার ফর্মে থাকা প্রয়োজনীয় বিবরণ (নাম, ঠিকানা, বয়স ইত্যাদি) পূরণ করুন এবং প্রয়োজনীয়  Documents আবেদনপত্রের সঙ্গে অফিসে জমা দিন।
    4. আবেদন যাচাই করা হবে এবং আবেদনকারীকে দেওয়া হবে একটি স্লিপ। যেটা আবেদনকারীকে যত্ন করে রেখে দিতে হবে । কারন এই স্লিপটাই Rupashree Prakalpa এর প্রমাণপত্র।
    5. অনুমোদিত অর্থ IFMS থেকে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

    রূপশ্রী প্রকল্প কি এবং কীভাবে আবেদন করবেন তা জেনে গেলেন আশাকরি জেনে গেলেন এবার বিয়ের ২০ দিন আগে থেকে আবেদন শুরু করুন।

প্রঃ Rupashree Prakalpa করলে সুবিধা কি?

উঃ এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা বিয়ের সময় কিছুটা বিয়ের আর্থিক খরচ জোগাতে পারবে।

প্রঃ Rupashree Prakalpa এ কত টাকা পাওয়া যায়?

উঃ এককালীন ২৫০০০ টাকা অনুদান পাওয়া যায়।

প্রঃ বিয়ের কতদিন আগের থেকে Apply করতে হবে?

উঃ বিয়ের ২০-২৫ দিন আগে থেকে Apply করতে হবে।

প্রঃ কোথা থেকে Apply করব?

উঃ নিকটবর্তী এলাকায় BDO অফিস, SDO অফিস অথবা পৌরসভায়। গ্রামের দিকে থাকলে গ্রাম পঞ্চায়েত এলাকায়।

প্রঃ কীভাবে আবেদন করতে হবে Rupashree Prakalpa এর জন্য?

উঃ বিডিও বা পৌরসভায় গিয়ে সেখানকার কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করুন এবং Apply করার জন্য আবেদনপত্র গ্রহণ করুন।

প্রঃ পাত্রের বিস্তারিত তথ্য কি লাগবে Apply করার সময়?

উঃ পাত্রের পাসপোর্ট সাইজ ফটো, নাম, ঠিকানা, পরিচয়পত্র দরকার হতে পারে।

প্রঃ Application Form এর জন্য কোন টাকা লাগবে কি?

উঃ না, Application Form এর জন্য কোন টাকার প্রয়োজন নেই।

প্রঃ কতদিনের মধ্যে টাকা ব্যাংকে ঢুকবে?

উঃ বিয়ের তারিখের আগে পাঁচ থেকে সাত দিনের মাথায় ব্যাংকে টাকা ঢুকে যাবে ।

প্রঃ এই প্রকল্প Apply এর জন্য প্যান কার্ডের প্রয়োজন হয় কি?

উঃ ভোটার কার্ড এবং আধার কার্ডের প্রয়োজন হয়। তবে প্যান কার্ড থাকলে সঙ্গে রাখা ভালো।

প্রঃ শিক্ষাগত যোগ্যতা দরকার হয় কি?

উঃ না, এই প্রকল্পের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা দরকার নেই । বিয়ের তারিখ ঠিক হলেই আপনি আবেদন করতে পারেন।

প্রঃ কি কি Documents দরকার লাগবে?

উঃ ভোটার আইডি কার্ড, জন্মের প্রমাণপত্র,আধার কার্ড, বিয়ের প্রমান তথ্য, বসবাসের প্রমান।