ভালোবাসার ও প্রেমের কবিতা – Bengali Love Poem

ভালোবাসা ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসাই হলো জীবনের সব থেকে অমূল্য একটা জিনিস। তবে ভালোবাসা অনেক ধরণের হয় বা ভালোবাসার অনেক ভাগ আছে কিন্তু আজকে আমি এখানে ভালোবাসা বলতে শুধুমাত্র প্রেম অর্থাৎ একটি ছেলে আর মেয়ের মধ্যে যেই ভালোবাসা হয় বা প্রেম হয় সেটার কোথায় বলছি।

ভালোবাসা নিয়ে বলার মতন অনেক কিছুই আছে, যেমন ভালোবাসা যখন আমাদের জীবনে প্রথম আসে তখন একটা বিশেষ অনুভতির সৃষ্টি করে। সেটা আমি কোনো কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। মনের একটা অত্যন্ত সেনসেটিভ ব্যাপার হল বা এই ভালোবাসা। ভালোবাসা বা প্রেম এমন একটা জিনিস যার জীবনে আসে ঠিক তখন সে মাটিতে না আকাশে ওরে। কি হাসি পাচ্ছে তো শুনে ? হ্যা হাসি তো পাবেই আর শুনে মজাও পাচ্ছেন কেননা এই মুহূর্তে আপনি আপনার ভালোবাসার কথা ভাবছেন। ভালোবাসা আমাদের জীবনে আসলেই হল আমরা কদিনের মধ্যেই কবি হয়ে উঠি। তখন একমাত্র আমরা আমাদের ভালোবাসার কথা ভাবি।আর আমরা

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে… এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

ভালোবাসা শব্দটির সঙ্গে জড়িয়ে আগে অনেক আবেগ, ভালোবাসা ও মায়ামমতা। ভালোবাসা সৃষ্টি জগতে স্রষ্ঠার অন্যতম দান। ভালোবাসা থাকে মানুষের মনে। তাই মনের ভালোবাসা হচ্ছে- সত্যি কারের ভালোবাসা। নারীদের ক্ষেত্রে একাধিক ভালোবাসার প্রস্তাব থাকে, তাই তারা বুঝে উঠতে পারে না কার ভালোবাসা সত্য। বুঝে না ওঠার কারণে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না।

নারীরা বিশেষ করে প্রেমিকদের নিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন। আর তারা মূলত একটা জিনিস বুঝে নিতে চান সবসময়ই, সেটি হল- তিনি যেই মানুষটিকে উজাড় করে ভালোবাসেন সেই মানুষটিও কি তাকে ভালোবাসে ঠিক তার মতো করে।

আর আমরা হয়ে উঠি এক সামাজিকরুপি কবি। শুরু করে দি খাতা নিয়ে ভালোবাসার কবিতা, অভিমানী ভালোবাসার কবিতা, অভিমানী ভালোবাসার ছন্দ, প্রেমের কবিতা, প্রেমের ছন্দ, ভালোবাসার উক্তি  আরও না জানি কতো কি। চলুন এমনি কিছুভালোবাসারকবিতাবা ভালোবাসার কবিতা, অভিমানী ভালোবাসার কবিতা, অভিমানী ভালোবাসার ছন্দ, প্রেমের কবিতা, প্রেমের ছন্দ, ভালোবাসার উক্তি,অভিমানী sms আরও না জানি কতো কি। চলুন এমনি কিছু ভালোবাসার কবিতা বা Love Kobita, Kobita Love, Valobasar Kobita, Romantic Kobita একটু দেখে নেওয়া যাক

Bhalobasar, Premer Kobita – বাংলা প্রেমের কবিতা ভালবাসা কবিতা

 

1.সখী কী দেখা, দেখিলে তুমি!
এক পলকের আঘাতে খসিলো কি আপন পুরানো পরিচয়!
রবি করপাতে কোরকের অাবরন টুটি মাধবী কি প্রথম চিনিলো আপনারে…..

 2.তুমি তো জান না ওগো তোমার প্রাণের ঐ সুরে কাছে
আমার গানের বানী আহত পাখির মত লুটাইয়া আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দিনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।।
 3.তুমি তো জান না ওগো তোমার প্রাণের ঐ সুরে কাছে
আমার গানের বানী আহত পাখির মত লুটাইয়া আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।।
4.আমায় ডুবাও যদি ডোবে কি সাগর
নতুন ঝিনুকে লাগে পুরানো আদর
তন্দ্রা আমায় দেয় অস্থিরতা
কাছে থেকে যা পেয়েছি তাইতো কথা
ছুঁয়ে গেলে মরে যাই
এমন স্পন্দে তাই
ছুঁবোনা ছুঁবোনা ওই কল্পলতা
এসো তবে দূরে এসো নীরবতা….

5.হাওয়ায় হাওয়ায় মেঘ-
শীতের তুই প্রেমের রেস
মন এখনো জানে, বৃষ্টি এলে ভেসে যেতে হয়, মেঘলা দিনে

6. প্রিয়া,
তোমার অবিবাহিত প্রেমের শুভকামনা করি৷
বিবাহিত জীবন বহুদূরের পাখির মতো৷ তুমি সুস্থ থেকো৷

7. শ্যাওলা আমার শরীরে জাগে,
আমায় তুমি বড্ড ভালোবাসো-
তাই শ্যাওলা মাখবো দুজন, বহু বহুযুগের গভীরতায়৷

ঝড় উঠুক,নৌকো দুলুক-
আষাঢ় শ্রাবণ ঢেউ থাক, ওপারে মনের গল্পে
তুই শুধু আমার রাজ্যত্বের কাদম্বরী॥

8.আকাশে পাখির খেলা,
রঙিন তাদের ডানার শব্দ- আমার সংগ্রামী মনে রাত আসে,
ভাবনারা পাহাড়-ময়দানে ছোটে প্রিয়ার কোলে মাথা দিতে৷

শীতের রোদ্দুরের মত ঝলমলে
একটা মিষ্টি ভালোবাসা৷
সুর আর শরীর সব-
তোর চোখের চাউনিতে পৃথিবীটাই তাজমহল ৷

9.প্রেম এসেছিলো কাছে
তবুও আসতে দিইনি
এমন জোরসে তালা মেরেছিলাম
মারতে মারতে চাবির প্যাচই কেটে ফেলেছিলাম
তবুও কাছে আসতে দিইনি
আমি প্রেম আসতে দিইনি
প্রিয়ার কাছে প্রিয়ার প্রেম আটকে দিয়েছিলাম

10. বন্ধু প্রেম তো এসেছিলো,আমার তোমার সকলের।
তাহলে কেন এই ব্যথা,চিত্ত আকুল কেন? চাওয়া-পাওয়া দ্বন্দ তা মেটাতে গিয়েই কি সব আজ অপ্রাপ্তির তালিকায়? আসো কবিতার লাইনের সাথে সাথে একটু ভেবে দেখি

আজ সব হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো…
চলে গেছো,যেতে পারো।
কিন্তু আজ সব হারিয়ে প্রেমিকের পথের ধারে বসে থাকা….

কবিতা
হারায়ে হারায়ে…
জীবনের শেষ রোদ্দুর,
মিছে কেন আশা-
তোমার সে চলে যাওয়া,শেষে মাতাল হয়ে আমার পথের ধারে জমে যাওয়া স্তুপে শরীর…

11.ক্ষনিকও আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে।।

12.তুমি আমার প্রথম সকাল,

একাকী বিকেল, শান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা,
তুমি আমার একটু খানি ছোয়ায় অনেক খানি পাওয়া.
তুমি আমার কড়া রোধের মিষ্টি শীতল হাওয়া !

13.কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়,
কতটা পথ পাড়ি দিলে তোমার মন পাওয়া যায় .
পাবো কি পাবোনা জানিনা , তোমাকেতো বুঝিনা.
তবু তোমার প্রেমে আমি পড়েছি,
বেঁচে থেকেও যেন আমি মরেছি.
14.তোমার সুভাষে পাগল আমার এই মন,
 তাইতো বন্ধু তোমার পাশে থাকতে চাই সারাক্ষন.
নিবেকি বন্ধু কাছে টেনে আমায় ?
আমি অনন্তকাল ভালোবেসে যাবো তোমায় !!!!!
15.ভালোবাসা মানুষের জীবনকে পাল্টে দেয়,
ভালোবাসা মানুষের জীবনকে রোমান্টিক জীবনে ফিরিয়ে আনে,
ভালোবাসা অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবায়,
ভালোবাসা মানুষকে হাসায়/ কাদায় !!!
লেখক –  শান্তনু পাল