বন্ধু নিয়ে গান – Friends Song

বন্ধু ছোট্ট একটা শব্দ আর বিশাল তার মানে  বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব । সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয়। সামাজিক বিনিময় তত্ত্ব, ইকুইটি তত্ত্ব, রিলেশনাল দ্বন্দ্ববাদ, এবং সংযুক্তি শৈলী সহ ইত্যাদিতে বন্ধুত্বের বিভিন্ন একাডেমিক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে । ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারনে মানুষ সুখী হয় ।

যদিও সেখানে বন্ধুত্বের অনেক রূপ আছে কিছু অবস্থান অনুসারে ভিন্ন হয় কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য অনেক বন্ধনের মধ্যে উপস্থিত থাকে । স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পরার্থপরতা, পারস্পরিক বোঝাপড়া, এবং সমবেদনা, একে অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ, ভয় ছাড়াই বন্ধুর কাছে ভুল করা এই ধরনের বৈশিষ্ট্য বন্ধুত্বে অন্তর্ভুক্ত । কি ধরনের মানুষের সাথে বন্ধুত্ব গঠন করতে পারেন তার কোন ব্যবহারিক সীমা নেই, তার ব্যাকগ্রাউন্ড, জীবিকা, ভাল লাগা, অনুরূপ জনমিতি আছে কিনা তা শেয়ার করা । আমাদের মধ্যে বন্ধু হয়তো থাকে অনেক কিন্তু তার মধ্যে প্রকৃত বন্ধু বোঝাটাই খুউব মুশকিল এখনকার সমাজে। তাহলে এখন শুরু করা যাক বন্ধু বা বন্ধুত্ব নিয়ে কিছু গান আশা করি আপনাদের ভালো লাগবে।

পৃথিবীর নিষ্পাপ সম্পর্কের নাম ‘বন্ধুত্ব’। বন্ধুত্ব হচ্ছে স্বার্থহীন সামাজিক সম্পর্ক। যে সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি। বন্ধু মানে প্রতিশ্রুতি ছাড়া আজীবন পথচলার সঙ্গী। আজ বন্ধু দিবস। প্রতি বছর আগস্টের প্রথম রোববার এই দিবসটি পালিত হয়। বন্ধুত্ব নিয়ে বাংলায় অনেক গানই হয়েছে। কিছু গানের কথা লিপিবদ্ধ করা হল।

ও বন্ধু তুমি শুনতে কি পাও(সাথী)

ও বন্ধু তুমি শুনতে কি পাও(২)
এ গান আমার ও এ গান আমার(২)
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার(২)
এ গান আমার ও এ গান আমার(২)
ও বন্ধু তুমি শুনতে কি পাও(২)
এ গান আমার ও এ গান আমার(২)
জানি না কোথায় আছো
তুমি কত দূরে
আমার এ মনের কথা,
যায় ভেসে সুরে ও ও (২)
যদি পার সামনে এসো,
কাছে এসে ভালবাসো(২)
বুঝ নাকি ভালবাসা করে হাহাকার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার(২)
ও বন্ধু তুমি শুনতে কি পাও(২)
এ গান আমার ও এ গান আমার(২)
কেন এই লুকোচুরি
কি কারণে জানি না
কাছে যেতে চাই তবু কেন,
যেতে পারি না ও ও(২)
বলনাকো কার ভুলেতে,
দেখা তুমি চাও না দিতে(২)
বলো কবে দু’টি মন হবে একাকার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার(২)
ও বন্ধু তুমি শুনতে কি পাও(২)
এ গান আমার ও এ গান আমার(২)
ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার(২)
এ গান আমার ও এ গান আমার(২)
ও বন্ধু তুমি শুনতে কি পাও(২)
এ গান আমার ও এ গান আমার(২)

বন্ধু তিন দিন

বন্ধু তিন দিন
ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না বন্ধু তিন দিন
গাঙ পার হইতে ৬ আনা
ফিরা আইতে ৬ আনা
গাঙ পার হইতে ৬ আনা
ফিরা আইতে ৬ আনা
আইতে যাইতে ১২ আনা উসুল হইলনা
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন
ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না বন্ধু তিন দিন
বুধ বারে শুভ জাত্রা বিশুধ বারে মানা
শুকুকুর বারে প্রেম পিরিতি হয়না ষোল আনা
বুধ বারে শুভ জাত্রা বিশুধ বারে মানা
শুকুকুর বারে প্রেম পিরিতি হয়না ষোল আনা
শনি বারে আইসাও বন্ধুর দেখা পাইলাম না
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন
ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না বন্ধু তিন দিন
তোর বাড়িত যাইবার কালে
ঠোঁট রাঙাইইলাম পানে
সুযোগ পাইয়া ঘাটের মাজি উলটা বৈঠা টানে
তোর বাড়িত যাইবার কালে
ঠোঁট রাঙাইইলাম পানে
সুযোগ পাইয়া ঘাটের মাজি উলটা বৈঠা টানে
কাপড় ভিইজ্জা যাবার ভয়ে
সাঁতার দিলাম না
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন
ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না বন্ধু তিন দিন
ঝর বৃষ্টি মাথায় নিয়া গেলাম রাইতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায়
লোহার একখান তালা
ঝর বৃষ্টি মাথায় নিয়া গেলাম রাইতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায়
লোহার একখান তালা
চাবি লইয়া নিঠুর কালা তুইত আইলিনা
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন
ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না বন্ধু তিন দিন
গাঙ পার হইতে ৬ আনা
ফিরা আইতে ৬ আনা
গাঙ পার হইতে ৬ আনা
ফিরা আইতে ৬ আনা
আইতে যাইতে ১২ আনা উসুল হইলনা
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন
ও বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
দেখা পাইলাম না বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন
বন্ধু তিন দিন বন্ধু তিন দিন ।।

ও বন্ধু লাল গোলাপী

ও বন্ধু লাল গোলাপী, ও বন্ধু লাল গোলাপী
কই রইলা রে,
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে (২)

তুমি বন্ধু হইলে আমার নাইতো কিছু বাকি চাওয়ার
তুমি আমি দু’জন মিলা সাজাইবো সুখের সংসার
আরে সাজাইবো সুখের সংসার

তোমারে পাইলে সখি, তোমারে পাইলে সখি
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে

দু’জন মিলা সাজাইবো, সাজাইবো,
প্রেম দশা খেলাইবো
আমার মনের যত্ত আশা সবি মিটাইবো
মিটাইবো, আরে আশা সবি মিটাইবো
রাখিব তোরে আমার আদরে
এসো, এসো বুকে রাখবো তোরে
এসো, এসো বুকে রাখবো তোরে

 হঠাৎ রাস্তায়

হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি

পুরনো দোকানে বিগত আড্ডা
বিগত ঝগড়া বিগত ঠাট্টা
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি

দলাদলির দিন গলাগলির দিন
হঠাৎ অকারনে হেসে ওঠার দিন
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি

হারানো লেত্তি হারানো লাট্টু
সময় চলে যায় বেয়ারা টাট্টু
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি

সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে
পাল্টে গেলি তুই আমিও পাল্টে
গিয়েছি মাঝ পথে হাতে হাতে
বন্ধু কি খবর বল
কত দিন দেখ হয়নি

কথা দিয়া বন্ধু

কথা দিয়া বন্ধু ফিরা না আইলা

এ কেমন কথা হায় কি দশা

কানে বাজে তোমার কথা
বুকে বাজে তাই ব্যথা
কানের কথা বুকের ব্যথা হইয়া
আমার প্রাণে জাগায় যে হতাশা
হায়! হায়! সব হারাইয়া কান্দি তো
আশার ছলনায় ভুইল্যা গিয়া
আজি পথে বসিলাম গো
কবে তুমি ফিরা আসিবা বন্ধু
রইলাম তার আশায় হায় দুরাশা
ভাইবা হইলাম আকুল

আর শুকায় যে মালার ফুল
সঙ্গে শুকাইলো মোর প্রাণটা আর মনটা
করি সব কাজে বিষম ভুল
হায় সব হারাইয়া…

শেষ কথা

আমি আগেই বলেছি বা আমরা  সবাই জানি যে বন্ধু একটা বিশাল ব্যাপার। বন্ধু সমন্ধে বলা বা আলোচনা করা তা অতটাও স্বাভাবিক বলে আমি মনে করছি না তার কারণ বন্ধু এক বিশাল পৃথিবী, বন্ধু এক বিশাল গভীর সমুদ্র ইত্যাদি। বন্ধুকে ভালো বসুন বন্ধুর হাত তা ধরে রাখুন দেখবেন সব সমস্যা মিতে গেছে। হ্যা আমি বলছি তার কারণ আমার জীবনে বন্ধুর মাত্রাটা অনেকটাই বেশী মূল্যবান। আপনিও করুন আপনিও বুঝবেন। ভালো থাকবেন।